ছলনার রূপ
আষাঢ়ের গল্প হয়ে যাচ্ছে-
অনেক কিছু অথচ শ্রাবণ
সুধায় অনেক খানি কারণ
সোনালি ক্ষণ যত সব ঋণ;
শুঁকে গেছে মরুময় যত ক্ষত
তবু আষাঢ় ফিরে কিন্তু প্রাণ
আকাশে বাদল, মাটিতে কাদা
এই কি তোমার ছলনা রূপ;
ফাল্গুন দেখো স্বার্থের পূজারী
আগুন নিভাও না কালবৈশাখী।
০১ শ্রাবণ ১৪২৯, ১৬জুলাই’২২
অনেক কিছু অথচ শ্রাবণ
সুধায় অনেক খানি কারণ
সোনালি ক্ষণ যত সব ঋণ;
শুঁকে গেছে মরুময় যত ক্ষত
তবু আষাঢ় ফিরে কিন্তু প্রাণ
আকাশে বাদল, মাটিতে কাদা
এই কি তোমার ছলনা রূপ;
ফাল্গুন দেখো স্বার্থের পূজারী
আগুন নিভাও না কালবৈশাখী।
০১ শ্রাবণ ১৪২৯, ১৬জুলাই’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৭/২০২২সুন্দর অনুভূতির।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৭/২০২২সুন্দর ব্যাখ্যা
-
ফয়জুল মহী ১৬/০৭/২০২২অসাধারণ সৃষ্টি ।
মুগ্ধ হলাম প্রিয় । -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০৭/২০২২দারুণ