সুবাসিত করে না
কোন রহস্যের পিঠে
যত বিজ্ঞাপন বাতাসে উড়ে!
নায়ক নায়িকারা তখন
অভিনয়ে ব্যস্ত মুখর উঠন;
এক ধরনের অহংকারে
জলোচ্ছ্বাস হয় জীবন্ত লাশ-
রহস্যের গন্ধ মিথ্যা আকাশ হয়
সত্যটুকু মাটির বুকে চাপা!
দিনের শেষে গন্ধের মেঘ সৃষ্টি
বালুচর কে হার মানাই কারণ
কোন ফুল ফল সুবাসিত করে না
রহস্য থেকেই যায় অন্ত গভীর।
১৬আষাঢ় ১৪২৯, ৩০জুন’২২
যত বিজ্ঞাপন বাতাসে উড়ে!
নায়ক নায়িকারা তখন
অভিনয়ে ব্যস্ত মুখর উঠন;
এক ধরনের অহংকারে
জলোচ্ছ্বাস হয় জীবন্ত লাশ-
রহস্যের গন্ধ মিথ্যা আকাশ হয়
সত্যটুকু মাটির বুকে চাপা!
দিনের শেষে গন্ধের মেঘ সৃষ্টি
বালুচর কে হার মানাই কারণ
কোন ফুল ফল সুবাসিত করে না
রহস্য থেকেই যায় অন্ত গভীর।
১৬আষাঢ় ১৪২৯, ৩০জুন’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঈনুল ইসলাম ১৫/০৭/২০২২খুব সুন্দর কাব্য!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৭/২০২২সুন্দর নিবেদন
-
ফয়জুল মহী ০১/০৭/২০২২চমৎকার , কলম চলুক নিরন্তর, ধন্যবাদ।
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৭/২০২২বেশ সাবলিল উচ্চারণ কবি দা।