ভয় কিসের
চোখে পানি, বুকে কিনারায় পানি
চারপাশটা তে পানি আর পানি;
পানি দেখে কিসের ভয়,ভয় নেই
পানির মধ্যে থেকে জন্মানও প্রাণ!
এই বর্ষা- আষাঢ়, শ্রাবণ ভয় কিসের
দেহে মধ্যে বীরের রক্ত প্রবহমান!
গলার আঁচড়ে জয় যাদের নিত্য সঙ্গী;
তাদের কাছে এমন কষ্ট কিসের,আবার
জয় বাংলার স্লোগান মনে, দেখবে সবে
রাক্ষসী প্লাবন ভয় পেয়ে শস্য শ্যামল বয়।
০৪আষাঢ় ১৪২৯, ১৯ জুন’২২
চারপাশটা তে পানি আর পানি;
পানি দেখে কিসের ভয়,ভয় নেই
পানির মধ্যে থেকে জন্মানও প্রাণ!
এই বর্ষা- আষাঢ়, শ্রাবণ ভয় কিসের
দেহে মধ্যে বীরের রক্ত প্রবহমান!
গলার আঁচড়ে জয় যাদের নিত্য সঙ্গী;
তাদের কাছে এমন কষ্ট কিসের,আবার
জয় বাংলার স্লোগান মনে, দেখবে সবে
রাক্ষসী প্লাবন ভয় পেয়ে শস্য শ্যামল বয়।
০৪আষাঢ় ১৪২৯, ১৯ জুন’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২২/০৬/২০২২অনুপম
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৬/২০২২সুন্দর প্রকাশ।
-
অভিজিৎ হালদার ১৯/০৬/২০২২ভালো
-
ফয়জুল মহী ১৯/০৬/২০২২অনবদ্য লেখনী ও অপূর্ব সৌন্দর্যমণ্ডিত