তিক্ত রস
যদি ছায়ার মাঝে ষড়যন্ত্র থাকে
তাহলে মনের মাঝে থাকবে না-
তা কি হয়; পাতার তিক্ত রসই
এক প্রকারের ষড়যন্ত্রকারী ঔষধ!
আমজনতা গ্লাসে গ্লাসে পান করছে
আর আনন্দের অট্টহাসি ধূলিবালির
সাথে হেসেই যাচ্ছে শুধু হেসেই যাচ্ছে-
সাধু পিঠে রক্তাক্ত দাগ, কখন যে
আষাঢ় বয়ে গেলো বুঝলই না-এখন
ষড়যন্ত্র ফাল্গুনের তিক্ত রসই ভরা।
০২আষাঢ় ১৪২৯, ১৬ জুন’২২
তাহলে মনের মাঝে থাকবে না-
তা কি হয়; পাতার তিক্ত রসই
এক প্রকারের ষড়যন্ত্রকারী ঔষধ!
আমজনতা গ্লাসে গ্লাসে পান করছে
আর আনন্দের অট্টহাসি ধূলিবালির
সাথে হেসেই যাচ্ছে শুধু হেসেই যাচ্ছে-
সাধু পিঠে রক্তাক্ত দাগ, কখন যে
আষাঢ় বয়ে গেলো বুঝলই না-এখন
ষড়যন্ত্র ফাল্গুনের তিক্ত রসই ভরা।
০২আষাঢ় ১৪২৯, ১৬ জুন’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৬/২০২২বেশ সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০৬/২০২২wonderful.
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০৬/২০২২বেশ উপলব্ধিময় সৃজন কবি দা!
-
ফয়জুল মহী ১৭/০৬/২০২২বেশ সুন্দর মননশীল উচ্চারণ,শব্দের চমৎকার গাঁথুনিতে নানন্দিকতার ছোঁয়া প্রিয় লেখক।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০৬/২০২২খুব সুন্দর
-
সিবগাতুর রহমান ১৬/০৬/২০২২অনেক সুন্দর লিখেছেন কবি বন্ধু।