দুর্বাঘাসের ইতিহাস
পৈতৃক নিবাস এর কথায় চিন্তা করে
কিছু নবী রাসুলের কাজ করাই ভাল!
কারণ পৈতৃকেরা এই কাজিই করেছেন;
বিশ্বাস অবিশ্বাসের কিছু যায় আসে না
মৃত্যুই পৈতৃকি সম্পত্তির মধ্যে চিরসত্য
ইতোমধ্যে নানা নানী, দাদা দাদী প্রয়াত
প্রমান দিয়েছেন কালপরশু হয় তো তুমি
আমি কিংবা পাশে বসে দেখছেন যারা
সবই পৈতৃকি নিবাসের ঠিকানায় মাটি হবে
শুধু দুর্বাঘাসের ইহিতাস চেয়ে চেয়ে থাকবে।
১৫জৈষ্ঠ ১৪২৯, ২৯ মে ২২
কিছু নবী রাসুলের কাজ করাই ভাল!
কারণ পৈতৃকেরা এই কাজিই করেছেন;
বিশ্বাস অবিশ্বাসের কিছু যায় আসে না
মৃত্যুই পৈতৃকি সম্পত্তির মধ্যে চিরসত্য
ইতোমধ্যে নানা নানী, দাদা দাদী প্রয়াত
প্রমান দিয়েছেন কালপরশু হয় তো তুমি
আমি কিংবা পাশে বসে দেখছেন যারা
সবই পৈতৃকি নিবাসের ঠিকানায় মাটি হবে
শুধু দুর্বাঘাসের ইহিতাস চেয়ে চেয়ে থাকবে।
১৫জৈষ্ঠ ১৪২৯, ২৯ মে ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩১/০৫/২০২২বেশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০৫/২০২২খুব সুন্দর অনুভূতির প্রকাশ করেছেন। বেশ সত্য উপলব্ধি।
-
ফয়জুল মহী ৩০/০৫/২০২২অতুলনীয় ভাবনা প্রকাশ
চমৎকার , ভালো লাগলো -
আব্দুর রহমান আনসারী ৩০/০৫/২০২২অনবদ্য
-
মোঃ নাজাতুল হক চৌধুরী ২৯/০৫/২০২২অন্যবধ্য
-
আমি-তারেক ২৯/০৫/২০২২Sundor shironam