শুভবুদ্ধির কামনায়
ঈদ দেখে আসলাম! কিন্তু
ঈদের গায়ে ছুঁইতে পারলাম না-
আফসোস গলা খানিক হাঁটু পর্যন্ত;
অথচ তীব্র বৃষ্টিতে ভিজলাম-
কিন্তু মন চক্ষু এতখানি ভিজল না
ঈদের মতো রাস্তা, ঘাট আর চলে না!
শুধু আনন্দময় অম্লান করল-
রক্তাক্ত কিছু উঠন দেখে- দেখে-
তবু ঈদ -ঈদ- ঈদ মোবারক!
দেহ মন ভরে যাক শুভবুদ্ধির কামনায়।
২৫বৈশাখ ১৪২৯, ৮ মে ২২
ঈদের গায়ে ছুঁইতে পারলাম না-
আফসোস গলা খানিক হাঁটু পর্যন্ত;
অথচ তীব্র বৃষ্টিতে ভিজলাম-
কিন্তু মন চক্ষু এতখানি ভিজল না
ঈদের মতো রাস্তা, ঘাট আর চলে না!
শুধু আনন্দময় অম্লান করল-
রক্তাক্ত কিছু উঠন দেখে- দেখে-
তবু ঈদ -ঈদ- ঈদ মোবারক!
দেহ মন ভরে যাক শুভবুদ্ধির কামনায়।
২৫বৈশাখ ১৪২৯, ৮ মে ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৫/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ০৮/০৫/২০২২খুব সুন্দর! অনুপম একটি গাথা! মুগ্ধতা একরাশ!
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৫/২০২২শুভবুদ্ধির উদয় হোক। ভালো কামনা।
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৫/২০২২ভাল।