ছলনা
প্রতিবেশীর সাথে প্রেম করা আর
মুরগীর গোস্ত খাওয়া একই কথা;
প্রেমিক প্রেমিকার প্রেম সেতো সোনায়
সোহাগা যেনো গলাকাটা ছলনা!
খাতা কলমের প্রেমে মধ্যস্থ নেই-
কেউ- কেউ বলে উঠে মন্দ নয় ভাল
অন্ধকারে জ্বালায় আকাশ সমূহ আলো;
কেনো জানি প্রেম দ্বয়ের মধ্যে স্বার্থপর
ছাড়া আর কিছুই নেই ভাল- তবু প্রতিবেশী
বলে কথা আর প্রেমিক প্রেমিকা; পশু পাখি
গরু,ছাগল,হাঁস, মুরগী প্রভু প্রেম ভক্তি, দৃষ্টি
মুখর শুধু সূর্য চাঁদ তারা চেয়েও ছলনা নয় খাটি।
১১ বৈশাখ ১৪২৯, ২৪এপ্রিল ২২
মুরগীর গোস্ত খাওয়া একই কথা;
প্রেমিক প্রেমিকার প্রেম সেতো সোনায়
সোহাগা যেনো গলাকাটা ছলনা!
খাতা কলমের প্রেমে মধ্যস্থ নেই-
কেউ- কেউ বলে উঠে মন্দ নয় ভাল
অন্ধকারে জ্বালায় আকাশ সমূহ আলো;
কেনো জানি প্রেম দ্বয়ের মধ্যে স্বার্থপর
ছাড়া আর কিছুই নেই ভাল- তবু প্রতিবেশী
বলে কথা আর প্রেমিক প্রেমিকা; পশু পাখি
গরু,ছাগল,হাঁস, মুরগী প্রভু প্রেম ভক্তি, দৃষ্টি
মুখর শুধু সূর্য চাঁদ তারা চেয়েও ছলনা নয় খাটি।
১১ বৈশাখ ১৪২৯, ২৪এপ্রিল ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০৬/২০২২বেশ লিখেছেন।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৬/০৪/২০২২উপমার মাঝে প্রেমের প্রকাশ সুন্দর হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৪/২০২২বেশ! বেশ!
-
আব্দুর রহমান আনসারী ২৪/০৪/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২২অতিশয় চমৎকার লিখেছেন ভাই।
দারুণ উপস্থাপন, অশেষ ধন্যবাদ।