ক্যামেরা
আজ কাল যদি লবণ মিষ্টি হয়
কেন হবে না কাদামাটির ঝাল;
কাল ভাসে মধু যদি চিনি হয়-
কেনো ভাই- গুড় মধু নয়!
গোপনে মন্ত্র কে যদি যাদু কয়
কেনো মুখের ফুঁ- মন্ত্র নয়;
হাট বাজারে জলে যদি চা হয়-
লাল জলে কেনো পানি নয়
মাঠের ধান যদি চাল হয়-
সেই ধান কেনো খই ভাজা যায়;
ধর যদি চোখ থাকে মাথায়
সেই চোখ কেনো ক্যামেরা নয়
জগতের ভাল মন্দের অনুভব দেখো
তবেই স্বার্থক হবে ক্যামেরায়।
০৩বৈশাখ ১৪২৯, ১৬এপ্রিল ২২
কেন হবে না কাদামাটির ঝাল;
কাল ভাসে মধু যদি চিনি হয়-
কেনো ভাই- গুড় মধু নয়!
গোপনে মন্ত্র কে যদি যাদু কয়
কেনো মুখের ফুঁ- মন্ত্র নয়;
হাট বাজারে জলে যদি চা হয়-
লাল জলে কেনো পানি নয়
মাঠের ধান যদি চাল হয়-
সেই ধান কেনো খই ভাজা যায়;
ধর যদি চোখ থাকে মাথায়
সেই চোখ কেনো ক্যামেরা নয়
জগতের ভাল মন্দের অনুভব দেখো
তবেই স্বার্থক হবে ক্যামেরায়।
০৩বৈশাখ ১৪২৯, ১৬এপ্রিল ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৮/০৪/২০২২বাহ্ মনোমুগ্ধকর সুন্দর লেখা। খুব ভালো লাগলো।
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৪/২০২২সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৪/২০২২ভালো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০৪/২০২২চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৪/২০২২বাহ সুন্দর তো !