বালুচর আকাশ
বাগানে- বাগানে কত ফুল ফুটে
একটা ফুলের ঘ্রাণ চেয়েছিলাম!
মনের অজানতেই! কি অদ্ভুত-
কি নিয়তির খেলা? গোলাপ হাতে নিতেই
কাটার আঘাত- দৃশ্য বিরল রক্তাক্ত নদ;
ফুল কখনো চোখ খুলে দেখলো না-
অথচ কি সুখে ঝরে যাচ্ছে নিত্য ক্ষণ
এমনি কষ্ট বাতাসে উপলব্ধি করি খুব-
একমুঠো বাতাস চাঁদের সাথে প্রেম সাজায়
তবু ভোর আসে না,গন্ধবহ বালুচর আকাশ।
২৮চৈত্র ১৪২৮, ১১ এপ্রিল ২২
একটা ফুলের ঘ্রাণ চেয়েছিলাম!
মনের অজানতেই! কি অদ্ভুত-
কি নিয়তির খেলা? গোলাপ হাতে নিতেই
কাটার আঘাত- দৃশ্য বিরল রক্তাক্ত নদ;
ফুল কখনো চোখ খুলে দেখলো না-
অথচ কি সুখে ঝরে যাচ্ছে নিত্য ক্ষণ
এমনি কষ্ট বাতাসে উপলব্ধি করি খুব-
একমুঠো বাতাস চাঁদের সাথে প্রেম সাজায়
তবু ভোর আসে না,গন্ধবহ বালুচর আকাশ।
২৮চৈত্র ১৪২৮, ১১ এপ্রিল ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৪/২০২২সুন্দর ভাবনা।
-
আব্দুর রহমান আনসারী ১১/০৪/২০২২অনুপম