শূন্য শূন্য লাগে
মাটির কপাল যেনো মৃন্ময়
টিপ আঁকলে সমস্যা কথায়?
ধর্ম কি আর টিপ চিনার কথা-
তবু হিংসার বাতির মধ্যভাগে চাঁদ
কতো না উপমার টিপ লাগান হয়;
অথচ অন্ধের বুলির ঠোঁটে গালাগলি
বেশ তো সংগোপনে আর টিপ ছুঁই
ওকালে ভণ্ডামির সাথে ডিজিটেল
চলে না- অতঃপর মৃন্ময় টিপ ছাড়া
কি আর চলে, সবই শূন্য শূন্য লাগে।
২৪চৈত্র ১৪২৮, ০৭এপ্রিল ২২
টিপ আঁকলে সমস্যা কথায়?
ধর্ম কি আর টিপ চিনার কথা-
তবু হিংসার বাতির মধ্যভাগে চাঁদ
কতো না উপমার টিপ লাগান হয়;
অথচ অন্ধের বুলির ঠোঁটে গালাগলি
বেশ তো সংগোপনে আর টিপ ছুঁই
ওকালে ভণ্ডামির সাথে ডিজিটেল
চলে না- অতঃপর মৃন্ময় টিপ ছাড়া
কি আর চলে, সবই শূন্য শূন্য লাগে।
২৪চৈত্র ১৪২৮, ০৭এপ্রিল ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/১২/২০২৩বেশ ভালো!
-
অভিজিৎ হালদার ০৮/০৪/২০২২ভালো ভাবনা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৪/২০২২বেশ
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৪/২০২২ভাল।
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৪/২০২২চমৎকার কাব্য