তবু অহমিকা
কবিতার শুধু হিংসার মেঘ
মন আকাশে রক্তাক্ত বৃষ্টি ভিজা ক্ষণ!
তবু কবিতার বোধ শক্তি অন্ধ-
সোনালি মেঠো পথের দিকে তাকাই না;
নিঠুর স্বার্থপর কালক্ষেপ বর্বরতা-
অথচ কোন ফুলের নেই গন্ধ বাহার সুবাস!
তবু একগলা অহমিকা- খুব বুঝে
আমজনতা-এ লালসা আর কবিতার ভাষা।
রঙের মাঠ স্বপ্নরাজ্য যত সব বাণী-
কখন বুঝি পা পিছলে কুপোকাত দেখো ফাণী।
১৫চৈত্র ১৪২৮, ২৯মার্চ ২২
মন আকাশে রক্তাক্ত বৃষ্টি ভিজা ক্ষণ!
তবু কবিতার বোধ শক্তি অন্ধ-
সোনালি মেঠো পথের দিকে তাকাই না;
নিঠুর স্বার্থপর কালক্ষেপ বর্বরতা-
অথচ কোন ফুলের নেই গন্ধ বাহার সুবাস!
তবু একগলা অহমিকা- খুব বুঝে
আমজনতা-এ লালসা আর কবিতার ভাষা।
রঙের মাঠ স্বপ্নরাজ্য যত সব বাণী-
কখন বুঝি পা পিছলে কুপোকাত দেখো ফাণী।
১৫চৈত্র ১৪২৮, ২৯মার্চ ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/০৩/২০২২অতি সুন্দর কবি দা!
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৩/২০২২বেশ বিমূর্ত ভাবনা।
-
ফয়জুল মহী ২৯/০৩/২০২২অনেক সুন্দর লিখেছেন ,
অপার মুগ্ধতা রইলো। -
আব্দুর রহমান আনসারী ২৯/০৩/২০২২বাঃ সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৩/২০২২খুব ভাল।