স্নেহ আদর
একটা রাতের আধারে দেখি সব-
এই ধর যেমন চোখের শ্মশানে
সোনালি ক্ষণ- জোনাকির বাসর;
কেমন জানি জোনাকিকে হারায় মন,
বিরহ মধু- মৌচাক শূন্য ঘরের বাসন কোসন!
তবু সংসার আঘাতে কোথায় জানি
আলোকময়! চাঁদ কেও হারমানায়- অথচ
কে দেখে মাটির চারপাশ স্নেহ আদর!
অগোছালো পাতার বহর আর ঘাসফড়িঙ হাসি
সবই জানি অম্লান করেছে রক্ত ফুলদানি।
০৬ চৈত্র ১৪২৮, ২০ মার্চ ২২
এই ধর যেমন চোখের শ্মশানে
সোনালি ক্ষণ- জোনাকির বাসর;
কেমন জানি জোনাকিকে হারায় মন,
বিরহ মধু- মৌচাক শূন্য ঘরের বাসন কোসন!
তবু সংসার আঘাতে কোথায় জানি
আলোকময়! চাঁদ কেও হারমানায়- অথচ
কে দেখে মাটির চারপাশ স্নেহ আদর!
অগোছালো পাতার বহর আর ঘাসফড়িঙ হাসি
সবই জানি অম্লান করেছে রক্ত ফুলদানি।
০৬ চৈত্র ১৪২৮, ২০ মার্চ ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৩/২০২২সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ২০/০৩/২০২২অসাধারণ সৌন্দর্যমন্ডিত সৃজন।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৩/২০২২ভাললাগা রইলো।
-
অভিজিৎ হালদার ২০/০৩/২০২২Valo feeling
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২২অনুপম লেখনী