নাভিশ্বাস
আকাশ কম্পন, বাতাসে স্পন্দন
মাটির ঘ্রাণে শুরু হলো-
বাঘ নয় সিংহের মতো নাভিশ্বাস;
তবু বেঁচে থাকতে হবে দুর্বল ঘাসের মতো
কিংবা ঘাসফড়িঙ নাচ!
শুরু মাত্র জল ক্ষেতে র অগ্নিময় নাভিশ্বাস;
আমরা পাবলিক জনসমুদ্রে
রঙিন ঢেউ খেলে ভাসছি, কুল কিনারা নাই
শুধু নাভিশ্বাস- মৃত্যুর আগ পর্যন্ত
এভাবেই বাঁচতে চাই
আর কি খাবি খাস! শুরু হলো-শুরু হলো
হাট বাজারে ভেলকিবাজি র
উল্টো সাজ- দেহের সমস্ত খাদ্যের নাভিশ্বাস।
০১ চৈত্র ১৪২৮, ১৫ মার্চ ২২
মাটির ঘ্রাণে শুরু হলো-
বাঘ নয় সিংহের মতো নাভিশ্বাস;
তবু বেঁচে থাকতে হবে দুর্বল ঘাসের মতো
কিংবা ঘাসফড়িঙ নাচ!
শুরু মাত্র জল ক্ষেতে র অগ্নিময় নাভিশ্বাস;
আমরা পাবলিক জনসমুদ্রে
রঙিন ঢেউ খেলে ভাসছি, কুল কিনারা নাই
শুধু নাভিশ্বাস- মৃত্যুর আগ পর্যন্ত
এভাবেই বাঁচতে চাই
আর কি খাবি খাস! শুরু হলো-শুরু হলো
হাট বাজারে ভেলকিবাজি র
উল্টো সাজ- দেহের সমস্ত খাদ্যের নাভিশ্বাস।
০১ চৈত্র ১৪২৮, ১৫ মার্চ ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৩/২০২২অতূলনীয় ভাব ও ভাবনায় অপরূপ প্রকাশ
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০৩/২০২২বেশ বলেছেন কবি দা!
-
ফয়জুল মহী ১৫/০৩/২০২২অতুলনীয় প্রকাশে মুগ্ধ করলেন কবি
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৩/২০২২সুখপাঠ্য