কেনো বুঝি
কেনো বুঝি-
বোঝাটা কি আবেগময়-
কাছে চাই!
তবু কেনো দূরে থাকে আসমান
কেউ বলে পাথর্ক্যটা-
মনের বুঝা খর পোড়া অভিমানির ছল!
কাছে এলে -বুকে নিলে
সব সমাধান হবে মাটির বাসন কোসন
তবু কেনো দূরে থাকে আসমান।
এই সংসার আপন নয় পরিপাটি
ভুল ভ্রান্তি- দোষ ক্রটি ক্ষমা
একের ওপর সহ-
মানব সমাজ কেমন করে হয়
হিংসার পুঁজরি- আবাক
এমন করে আমায় শুধু পুড়াও না
অগ্নিশয় মন পাড়ায় গন্ডামি
কেনো বুঝি-
বোঝাটা কি আবেগময়।
২৪ ফাল্গুন ১৪২৮ ০৯ মার্চ ২২
কবিতা পাঠের লিং- https://youtu.be/aNahqekwrJQ
বোঝাটা কি আবেগময়-
কাছে চাই!
তবু কেনো দূরে থাকে আসমান
কেউ বলে পাথর্ক্যটা-
মনের বুঝা খর পোড়া অভিমানির ছল!
কাছে এলে -বুকে নিলে
সব সমাধান হবে মাটির বাসন কোসন
তবু কেনো দূরে থাকে আসমান।
এই সংসার আপন নয় পরিপাটি
ভুল ভ্রান্তি- দোষ ক্রটি ক্ষমা
একের ওপর সহ-
মানব সমাজ কেমন করে হয়
হিংসার পুঁজরি- আবাক
এমন করে আমায় শুধু পুড়াও না
অগ্নিশয় মন পাড়ায় গন্ডামি
কেনো বুঝি-
বোঝাটা কি আবেগময়।
২৪ ফাল্গুন ১৪২৮ ০৯ মার্চ ২২
কবিতা পাঠের লিং- https://youtu.be/aNahqekwrJQ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৩/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ০৯/০৩/২০২২মুগ্ধ হলাম পাঠে।
-
সায়েম মুর্শেদ ০৯/০৩/২০২২সুন্দর
-
অভিজিৎ হালদার ০৯/০৩/২০২২সুন্দর সৃজন
-
রূপক কুমার রক্ষিত ০৯/০৩/২০২২সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৩/২০২২অনুভবে অতুলনীয়