স্লোগান
তখন পাক আমল, মনের ইচ্ছাই আপন সখে
শার্টের লম্বা হাতের কাপড় রাখতে পারতাম না
দেখলেই খুব ভীতকর অবস্থায় কেটে দিতো-
তেমনী মাথার চুল এমন কি প্যান্ট্রের ঢোলা!
এর মানে কি স্বাধীনতা- না স্বাধীনতার খর্ব করা
বাঙালিদের মনে অস্থির উৎকণ্ঠা যেনো মুক্তির;
হিংসাক্ত পাক শাসনকর্তরা ভেবেছিল আমরা নাকি
মুরগী, ছাগলের দল; সারা দেশে দামা ঢল বেজে উঠল-
তারপর একদিন বজ্রকণ্ঠে ঘোষিত হলো স্বাধীনতা!
আজও বাংলার আকাশে কম্পিত করে- আর এখানে
সেখানে শোনায় স্বাধীনতার জয় বাংলার স্লোগান-
বেঁচে থাকে স্বাধীনতার সুফল কামী আমরা তাঁরি জনতা।
২১ ফাল্গুন ১৪২৮ ০৬ মার্চ ২২
পাঠের লিং- https://youtu.be/SHSGj_Ot4uk
শার্টের লম্বা হাতের কাপড় রাখতে পারতাম না
দেখলেই খুব ভীতকর অবস্থায় কেটে দিতো-
তেমনী মাথার চুল এমন কি প্যান্ট্রের ঢোলা!
এর মানে কি স্বাধীনতা- না স্বাধীনতার খর্ব করা
বাঙালিদের মনে অস্থির উৎকণ্ঠা যেনো মুক্তির;
হিংসাক্ত পাক শাসনকর্তরা ভেবেছিল আমরা নাকি
মুরগী, ছাগলের দল; সারা দেশে দামা ঢল বেজে উঠল-
তারপর একদিন বজ্রকণ্ঠে ঘোষিত হলো স্বাধীনতা!
আজও বাংলার আকাশে কম্পিত করে- আর এখানে
সেখানে শোনায় স্বাধীনতার জয় বাংলার স্লোগান-
বেঁচে থাকে স্বাধীনতার সুফল কামী আমরা তাঁরি জনতা।
২১ ফাল্গুন ১৪২৮ ০৬ মার্চ ২২
পাঠের লিং- https://youtu.be/SHSGj_Ot4uk
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৩/২০২২সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/০৩/২০২২স্বাধীনতা হলো সময়ের দাবি সকল মানুষের জীবনে।কেউ স্বাধীনতাকে দমিয়ে রাখতে পারে না।
-
অভিজিৎ হালদার ০৬/০৩/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ০৬/০৩/২০২২খুবই সুন্দর ও সমৃদ্ধ উপস্থাপন, শ্রদ্ধেয়। মুগ্ধতা অপার।
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৩/২০২২অনুপম সৃজন
-
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ০৬/০৩/২০২২সত্যিসত্যিই অসাধারণ। শুভেচ্ছা কবিবর।