উত্তাপ
দেহের ভাজে উত্তাপ বয়েই চলছে
কখনো কালো মেঘ কৃষ্ণচূড়ার মাঠ কিংবা
শিমুল ঝরার ক্ষণ! তবু উত্তাপের গন্ধ
ফুরাচ্ছে না- গন্ধ পাচ্ছি বেশ- রাত, দুপুর, সন্ধ্যা!
অথচ শীতল মাটির কিছু যায়- আসে না,
এ পৃথিবী পাড়ায় এখনও যুদ্ধ হয়- এখন খর পোড়া
পাপী বিদ্বেষীর ভাব; আর লোম সিংরে
উঠার আতঙ্ক, তাহলে প্রজন্ম উত্তাপে টক বগ করবেই।
দিতে পারলাম কই একমুঠো শান্তির বার্তা?
দেহ মুখোসের আড়ালে উত্তাপ পুষি, লাগামহীণ- এই
জ্বলবে বুঝি ফাল্গুনের আগুন কোন উত্তাপ।
১৪ ফাল্গুন ১৪২৮ ২৭ ফেব্রুয়ারি ২২
পাঠের লিং-https://youtu.be/Ob6tfXijPe8
কখনো কালো মেঘ কৃষ্ণচূড়ার মাঠ কিংবা
শিমুল ঝরার ক্ষণ! তবু উত্তাপের গন্ধ
ফুরাচ্ছে না- গন্ধ পাচ্ছি বেশ- রাত, দুপুর, সন্ধ্যা!
অথচ শীতল মাটির কিছু যায়- আসে না,
এ পৃথিবী পাড়ায় এখনও যুদ্ধ হয়- এখন খর পোড়া
পাপী বিদ্বেষীর ভাব; আর লোম সিংরে
উঠার আতঙ্ক, তাহলে প্রজন্ম উত্তাপে টক বগ করবেই।
দিতে পারলাম কই একমুঠো শান্তির বার্তা?
দেহ মুখোসের আড়ালে উত্তাপ পুষি, লাগামহীণ- এই
জ্বলবে বুঝি ফাল্গুনের আগুন কোন উত্তাপ।
১৪ ফাল্গুন ১৪২৮ ২৭ ফেব্রুয়ারি ২২
পাঠের লিং-https://youtu.be/Ob6tfXijPe8
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৩/২০২২অনন্য উপলব্ধির উচ্চারণ কবি দা!
-
আব্দুর রহমান আনসারী ২৮/০২/২০২২সুন্দর ভাবনা।অভিনব প্রকাশ।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০২/২০২২সুন্দর ভাবনার কবিতা কবি দা।
-
ফয়জুল মহী ২৭/০২/২০২২এমন ছোট করে লেখনী অনেক কিছু প্রকাশ দিয়েছে,ধন্যবাদ আপনাকে ।
-
আব্দুর রহমান আনসারী ২৭/০২/২০২২বেশ ভালো