একুশ
একুশের কান্না আমি খুব কেঁদেছি
অঝোর ঝরে-এখন শুধু না বুঝার
ভাষাগুলো রোদ্দুর; রক্ত মাখা হাত
দাগ লেগে আছে- জোছনা রাতের
মতো; অথচ একুশের আর্তনাদ তোমার
বাসন্তীময় দেয়ালে স্মৃতিহীন পোস্টার;
প্রতিটি অক্ষরে অক্ষরে ভাষা শিখেছি
তাই তুমি অজস্র গোলাপ নামের একুশ!
আজও আমার বুকে অম্লান করো- কিছু
ভাব অক্ষরের কথা এতটুকু জানার জন্য।
২২ মাঘ ১৪২৮ ০৫ ফেব্রুয়ারি ২২
অঝোর ঝরে-এখন শুধু না বুঝার
ভাষাগুলো রোদ্দুর; রক্ত মাখা হাত
দাগ লেগে আছে- জোছনা রাতের
মতো; অথচ একুশের আর্তনাদ তোমার
বাসন্তীময় দেয়ালে স্মৃতিহীন পোস্টার;
প্রতিটি অক্ষরে অক্ষরে ভাষা শিখেছি
তাই তুমি অজস্র গোলাপ নামের একুশ!
আজও আমার বুকে অম্লান করো- কিছু
ভাব অক্ষরের কথা এতটুকু জানার জন্য।
২২ মাঘ ১৪২৮ ০৫ ফেব্রুয়ারি ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৭/০২/২০২২বেশ উপভোগ্য
-
বিধান চন্দ্র ধর ০৬/০২/২০২২একুশ নিয়ে চমৎকার উপস্থাপন ।
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০২/২০২২অতুলণীয় নৈবেদ্য কবি দা।
-
ফয়জুল মহী ০৫/০২/২০২২ভাষায় মার্জিত একটি লেখনি,
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০২/২০২২বেশ ভাবনাময়।