মুখোমুখি প্রেম
আকাশ মুখি প্রেম আমার
সে তো চাঁদ ছোঁয়া আঁধার নয় কি!
তবু কতটুকু কাছাকাছি-
এই স্পর্শ ছুঁয়া আমার;
অথচ কেউ দেখে না- না
উড়ে যাচ্ছি চোখের সামনে
তারপরও আমাকে ছুঁইতে পারে না
ঐ তারা খুব কাছের তারা
রাত পুহালো- ফর্সা হলো!
অমোঘ ঘ্রাণ যেনো উড়লো
অতঃপর আমি শুধু আমি
আকাশ মুখোমুখি প্রেম আর প্রেম।
০৫ মাঘ ১৪২৮, ১৯ জানুয়ারি ২২
সে তো চাঁদ ছোঁয়া আঁধার নয় কি!
তবু কতটুকু কাছাকাছি-
এই স্পর্শ ছুঁয়া আমার;
অথচ কেউ দেখে না- না
উড়ে যাচ্ছি চোখের সামনে
তারপরও আমাকে ছুঁইতে পারে না
ঐ তারা খুব কাছের তারা
রাত পুহালো- ফর্সা হলো!
অমোঘ ঘ্রাণ যেনো উড়লো
অতঃপর আমি শুধু আমি
আকাশ মুখোমুখি প্রেম আর প্রেম।
০৫ মাঘ ১৪২৮, ১৯ জানুয়ারি ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০১/২০২২সুন্দর অনুভবের দোলা কবি দা।
-
ফয়জুল মহী ১৯/০১/২০২২অনিন্দ্যসুন্দর
-
তাবেরী ১৯/০১/২০২২দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০২২বেশ ভাবনা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০১/২০২২খুব সুন্দর।