করোনা নামের চিন্তা
করোনা তোমাকে স্যালুট জানাই
কারণ বিশেষ বিশেষ জায়গায় ছাড়া,
খেটে খাওয়া মানুষে যত সব আক্রমন কর;
বিশেষ জায়গায় কবে ধরবা করোনা?
নাকি তুমি আতঙ্কের খেলার পুতুল
যে ভাবে নাচাচ্ছো ঠিক আমরা
নাচচ্ছি অথচ বিশেষ বিশেষ জায়গায়
দিব্য সুস্থ স্ববল আনন্দমুখর ভাবে
বিদ্বেষের গন্ধ ছড়াচ্ছে; নাকি তুমি
করোনা নামের বিশ্ব যুদ্ধের অদৃশ্য গোলাবারুদ
কিংবা ভ্যাইরাস নামের ষড়ন্ত্রকারীর
আগাম মৃত্যুর কুরে কুরে খাওয়ার
জন্যে করোনা নামের চিন্তা।
০১ মাঘ ১৪২৮, ১৫ জানুয়ারি ২২
কারণ বিশেষ বিশেষ জায়গায় ছাড়া,
খেটে খাওয়া মানুষে যত সব আক্রমন কর;
বিশেষ জায়গায় কবে ধরবা করোনা?
নাকি তুমি আতঙ্কের খেলার পুতুল
যে ভাবে নাচাচ্ছো ঠিক আমরা
নাচচ্ছি অথচ বিশেষ বিশেষ জায়গায়
দিব্য সুস্থ স্ববল আনন্দমুখর ভাবে
বিদ্বেষের গন্ধ ছড়াচ্ছে; নাকি তুমি
করোনা নামের বিশ্ব যুদ্ধের অদৃশ্য গোলাবারুদ
কিংবা ভ্যাইরাস নামের ষড়ন্ত্রকারীর
আগাম মৃত্যুর কুরে কুরে খাওয়ার
জন্যে করোনা নামের চিন্তা।
০১ মাঘ ১৪২৮, ১৫ জানুয়ারি ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/১২/২০২৩অনন্য, অসাধারণ!
-
নাসরীন আক্তার রুবি ১৬/০১/২০২২ভাল লাগল করোনার কবিতা
-
ফয়জুল মহী ১৫/০১/২০২২পাঠে বিমোহিত হলাম প্রিয়। অজস্র ভালোবাসা ও শুভ কামনা রইলো আগামীর জন্য।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০১/২০২২করোনা আসলেই চিন্তার কারণ।