সন্ত্রাসীবাদ
প্রতিনিয়ত এক সন্ত্রাসীর
মুখোমুখি পরতে হচ্ছে-
জানি না কি সম্পদ সম্পত্তি আছে
বা রাজনৈতিক দলের কর্মও নই।
কেন এই সন্ত্রাসী কার্যক্রম?
কখনো কখনো বাকরুদ্ধ হয়ে যাই;
চোখে অপছা অপছা দেখি,
বমি বমি মনে হয় অথচ অসুস্থ হই না।
অসুস্থ হলে বুঝো সন্ত্রাসীর আঘাতে
রক্তাক্ত হয়ে পরে থাকবে নিথর দেহ;
তখন সন্ত্রাসীর কি করবে?
এতটুকু বুঝার কোন মেঘবৃষ্টি হয় না
ঝড় তুফানও বয় না- তাহলে কি
পুর সংসারটাই সন্ত্রাসীর মুখোমুখি
সংসার চিত্র ঘটনা কেউ দেখা না -বুঝেও না
প্রমানহীন আর গলা বাজির উপর
কাজকর্ম চলছে তো চলবে সন্ত্রাসীবাদ।
২৯ পৌষ ১৪২৮, ১৩ জানুয়ারি ২২
মুখোমুখি পরতে হচ্ছে-
জানি না কি সম্পদ সম্পত্তি আছে
বা রাজনৈতিক দলের কর্মও নই।
কেন এই সন্ত্রাসী কার্যক্রম?
কখনো কখনো বাকরুদ্ধ হয়ে যাই;
চোখে অপছা অপছা দেখি,
বমি বমি মনে হয় অথচ অসুস্থ হই না।
অসুস্থ হলে বুঝো সন্ত্রাসীর আঘাতে
রক্তাক্ত হয়ে পরে থাকবে নিথর দেহ;
তখন সন্ত্রাসীর কি করবে?
এতটুকু বুঝার কোন মেঘবৃষ্টি হয় না
ঝড় তুফানও বয় না- তাহলে কি
পুর সংসারটাই সন্ত্রাসীর মুখোমুখি
সংসার চিত্র ঘটনা কেউ দেখা না -বুঝেও না
প্রমানহীন আর গলা বাজির উপর
কাজকর্ম চলছে তো চলবে সন্ত্রাসীবাদ।
২৯ পৌষ ১৪২৮, ১৩ জানুয়ারি ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৫/০১/২০২২বেশ।
-
ফয়জুল মহী ১৪/০১/২০২২চমৎকার ,
কবিতা আমায় করেছে মুগ্ধ I -
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/০১/২০২২সুন্দর প্রকাশ ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০১/২০২২ভাল
-
নাসরীন আক্তার রুবি ১৩/০১/২০২২ভাল