অভিশাপ চোখে দেখ না
আমাকে অভিশাপ দিচ্ছ কবিতা
নাকি অনুরাগ; তোমাকে স্পর্শ
করলে নাকি পাপ হয়, তুমি নাকি
ধ্বংসমহী অগ্ন্যাশয়, আমি তা দেখছি না
আমার মনে সন্দেহের বাতিঘর সংশয় নই।
আমাকে ভুল বুঝও না সমস্ত প্রণয়
তোমাকে নিয়ে যত সব ফুলেল বর্ণমালায়
রঙিন ছবি আঁকি- আগামীর ভাবনা রস ভাবি;
তোমার সাথে আমার কোন বৈরিতা নয়
স্বপ্ন দেখার প্রত্যাশা নিঝুম রাতের চাঁদ!
প্লীজ আমাকে অভিশাপ চোখে দেখ না-
আর্শিবাদ কর যেনো শত চূড়ায় উঠতে পারি
কবিতা তুমি যুগের পর যুগ থাকবে আর
যে কোন সময় নিরুদেশ হতে পারি আমি
শুধু অভিশাপ চোখে দেখ না ।
২৫ পৌষ ১৪২৮, ০৯ জানুয়ারি ২২
নাকি অনুরাগ; তোমাকে স্পর্শ
করলে নাকি পাপ হয়, তুমি নাকি
ধ্বংসমহী অগ্ন্যাশয়, আমি তা দেখছি না
আমার মনে সন্দেহের বাতিঘর সংশয় নই।
আমাকে ভুল বুঝও না সমস্ত প্রণয়
তোমাকে নিয়ে যত সব ফুলেল বর্ণমালায়
রঙিন ছবি আঁকি- আগামীর ভাবনা রস ভাবি;
তোমার সাথে আমার কোন বৈরিতা নয়
স্বপ্ন দেখার প্রত্যাশা নিঝুম রাতের চাঁদ!
প্লীজ আমাকে অভিশাপ চোখে দেখ না-
আর্শিবাদ কর যেনো শত চূড়ায় উঠতে পারি
কবিতা তুমি যুগের পর যুগ থাকবে আর
যে কোন সময় নিরুদেশ হতে পারি আমি
শুধু অভিশাপ চোখে দেখ না ।
২৫ পৌষ ১৪২৮, ০৯ জানুয়ারি ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃজাকিরুল চৌধুরী ১০/০১/২০২২চমৎকার একটা কবিতা
-
ফয়জুল মহী ০৯/০১/২০২২অতুলনীয় বিন্যাস i
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/০১/২০২২বেশ অনুভূতির প্রকাশ।
-
আমি-তারেক ০৯/০১/২০২২Sundor oviprokash