একঘেয়েমি
আবৃত্তির লিং- https://youtu.be/2L6lnJob1H0
নিমপাতা সময়টা, সব সময় ভাল যায় না
এই একটা দোষ নাকি যান্ত্রিক জ্যাম
বা বিড়ম্বনা- বলো তাই নয় কি?
তবু সময়ের সাথে প্রতিযোগিতার
এক মিছিলের বহর; সেখানেও স্বজনপ্রীতির
গান শোনায়, নয় তো ঘুষের টাকার উড়ন্ত মেঘ
কারও কিছু যায় আসে না- এভাবেই
সময় চলছে দূর দুরন্ত শঙ্খচিলের আকাশ!
কিংবা শীত মাঘের হাওয়া, নয় তো
লজ্জাবতির কৃষ্ণচূড়া ছোঁয়া- অতঃপর
সত্যই জীবন পটের সময় ভাল যায় না-
ইট পাথরের মতো একঘেয়েমি হয় না
যখন একঘেয়েমি সময় হবে!
তখন সময়কে চিহ্নবই না।
২০ পৌষ ১৪২৮, ০৪ জানুয়ারি ২২
নিমপাতা সময়টা, সব সময় ভাল যায় না
এই একটা দোষ নাকি যান্ত্রিক জ্যাম
বা বিড়ম্বনা- বলো তাই নয় কি?
তবু সময়ের সাথে প্রতিযোগিতার
এক মিছিলের বহর; সেখানেও স্বজনপ্রীতির
গান শোনায়, নয় তো ঘুষের টাকার উড়ন্ত মেঘ
কারও কিছু যায় আসে না- এভাবেই
সময় চলছে দূর দুরন্ত শঙ্খচিলের আকাশ!
কিংবা শীত মাঘের হাওয়া, নয় তো
লজ্জাবতির কৃষ্ণচূড়া ছোঁয়া- অতঃপর
সত্যই জীবন পটের সময় ভাল যায় না-
ইট পাথরের মতো একঘেয়েমি হয় না
যখন একঘেয়েমি সময় হবে!
তখন সময়কে চিহ্নবই না।
২০ পৌষ ১৪২৮, ০৪ জানুয়ারি ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১০/০৩/২০২২বেশ ভালো
-
শুভজিৎ বিশ্বাস ০৪/০১/২০২২আপনার আবৃত্তির লিঙ্ক কাজ করছে না।
বাংলা কবিতার পেজে দেবেন।
কবিতাটি খুব সুন্দর লিখেছেন। ভালোবাসা নেবেন। -
ফয়জুল মহী ০৪/০১/২০২২মনোমুগ্ধকর প্রকাশ।