’ক’ ‘খ’ বকের ঠেং
আবৃত্তির লিং- https://youtube.com/shorts/Z8yghAmRysY?feature=share
সবই দেখছি শুধু স্বজন প্রিয় জন!
মাঝে মাঝে ভাবি ‘ক’ ’খ’ বকের
ঠেং লেখা ছাড়িয়ে দেই!
কিন্তু মনের ক্ষুধা অতৃপ্তিই থাকে যে
সেই তাড়নায় একটু একটু লিখি;
এই লেখা কখনো প্রখ্যাত হবে না
হবে না অবিস্মরণীয়- তবুও ক্ষুধার
জ্বালায় ’ক’ ‘খ’ বকের ঠেং এর বমি হয়;
কার কাছে দুর্গন্ধ মনে হয় আবার
কার কাছে সুগন্ধে বাহ বাহ বলে উঠা
এতো স্বজন প্রিয় খেলা- অথচ মনের
ভাবনাটাকে ভাবতে জানি না-
বা অহমিকা য় ছুড়ে ফেলি নর্দমায়,
মনের কষ্ট মনেই থাক বর্ণমালার
আফসোস বাড়ানোর দরকার নাই-
অতঃপর এভাবেই একটু লিখে থাক
‘ক’ ‘খ” বকের ঠেং।
১৯ পৌষ ১৪২৮, ০৩ জানুয়ারি ২২
সবই দেখছি শুধু স্বজন প্রিয় জন!
মাঝে মাঝে ভাবি ‘ক’ ’খ’ বকের
ঠেং লেখা ছাড়িয়ে দেই!
কিন্তু মনের ক্ষুধা অতৃপ্তিই থাকে যে
সেই তাড়নায় একটু একটু লিখি;
এই লেখা কখনো প্রখ্যাত হবে না
হবে না অবিস্মরণীয়- তবুও ক্ষুধার
জ্বালায় ’ক’ ‘খ’ বকের ঠেং এর বমি হয়;
কার কাছে দুর্গন্ধ মনে হয় আবার
কার কাছে সুগন্ধে বাহ বাহ বলে উঠা
এতো স্বজন প্রিয় খেলা- অথচ মনের
ভাবনাটাকে ভাবতে জানি না-
বা অহমিকা য় ছুড়ে ফেলি নর্দমায়,
মনের কষ্ট মনেই থাক বর্ণমালার
আফসোস বাড়ানোর দরকার নাই-
অতঃপর এভাবেই একটু লিখে থাক
‘ক’ ‘খ” বকের ঠেং।
১৯ পৌষ ১৪২৮, ০৩ জানুয়ারি ২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০১/২০২২বেশ বলেছেন কবি দা!
-
ফয়জুল মহী ০৩/০১/২০২২অতি প্রশংসনীয় চমৎকার লেখনী ।
কাব্যিক উপস্থাপন অসাধারণ ।
সতত শুভেচ্ছা ।l -
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০১/২০২২সুন্দর প্রকাশ।
-
নাসরীন আক্তার রুবি ০৩/০১/২০২২ভাল বললেন