অনল তুমি
আবৃত্তির লিং -https://youtu.be/rDt5JgQsmbU
আজ ভাবনার পাড়াতে
অঝর বৃষ্টি ঝরার সংবাদ-
তবু বুক কেপে উঠে না;
বুঝার মতো কোন বরফ নেই
যা গলে গলে পানি হবে-
অথচ মেঘের তীব্র বজ্রপাত।
চলে এসো ভাবনা কাল তোমার
মিছিলে রক্তাক্ত মাঠ বানাবো!
খুব পারো তারাকে হাসাতে-
অথচ মাটির ঠোঁটে হাসি নেই
সমস্ত কারণের কেন্দ্রবিন্দু হচ্ছো
ধ্বংসময়ী লেলিহান শিখা অনল তুমি।
১৪ পৌষ ১৪২৮, ২৯ ডিসেম্বর ২১
আজ ভাবনার পাড়াতে
অঝর বৃষ্টি ঝরার সংবাদ-
তবু বুক কেপে উঠে না;
বুঝার মতো কোন বরফ নেই
যা গলে গলে পানি হবে-
অথচ মেঘের তীব্র বজ্রপাত।
চলে এসো ভাবনা কাল তোমার
মিছিলে রক্তাক্ত মাঠ বানাবো!
খুব পারো তারাকে হাসাতে-
অথচ মাটির ঠোঁটে হাসি নেই
সমস্ত কারণের কেন্দ্রবিন্দু হচ্ছো
ধ্বংসময়ী লেলিহান শিখা অনল তুমি।
১৪ পৌষ ১৪২৮, ২৯ ডিসেম্বর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভজিৎ বিশ্বাস ৩০/১২/২০২১কবি, এখানে লিঙ্ক কাজ করছে না কেন ?
-
ফয়জুল মহী ২৯/১২/২০২১সুন্দর ও সুশীল একটা লেখা।
-
অভিজিৎ হালদার ২৯/১২/২০২১ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/১২/২০২১খুব সুন্দর প্রকাশ।