ভেজাল
আবৃত্তির লিং https://youtu.be/Tuyam-sBhs0
ভাবনার বেড়া জালে
ঠোঁট হাসে সত্যের!
অথচ বুকে হাত-
ভয়ে কাপে দুনিয়া;
হুমকি ধুমকি দৃশ্যপট
তবু ঠোঁট বেঁকে যায়
সত্য বলার কষ্টে-
বাকরুদ্ধ বোবা হয়ে যাই;
সময়ের ওলিতে গণিতে
সত্যের ভেজাল পাই!
আর কতদিন এভাবে থাকবে
দেহের বৃন্দবনে ভেজাল।
০৮ পৌষ ১৪২৮, ২৩ ডিসেম্বর ২১
ভাবনার বেড়া জালে
ঠোঁট হাসে সত্যের!
অথচ বুকে হাত-
ভয়ে কাপে দুনিয়া;
হুমকি ধুমকি দৃশ্যপট
তবু ঠোঁট বেঁকে যায়
সত্য বলার কষ্টে-
বাকরুদ্ধ বোবা হয়ে যাই;
সময়ের ওলিতে গণিতে
সত্যের ভেজাল পাই!
আর কতদিন এভাবে থাকবে
দেহের বৃন্দবনে ভেজাল।
০৮ পৌষ ১৪২৮, ২৩ ডিসেম্বর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/১২/২০২১বেশ বলেছেন কবি দা।
-
ফয়জুল মহী ২৩/১২/২০২১অসাধারণ উপস্থাপন
-
অভিজিৎ হালদার ২৩/১২/২০২১অগোছালো ভাবনার বেশ সুন্দর কথামালা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/১২/২০২১সুন্দর প্রকাশ।