www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাওলানা ভাসানী

হাজার লক্ষ কোটি ধ্বনিত করতে চাই-
একটি নাম! চাওয়াটা অদ্ভুত কিছু নয়;
যে নামের মহিমায়, চাঁদ হাসতো-
আনন্দ মুখর তারারা ছুটে যেতো
দিক হারা পথিক ছুটে আসতো দলে
দলে- যে নামে বাংলার সূর্য উঠতো
অথচ ভুলেই গেছি; ভুলে যেতে হচ্ছে!
যার বলিস্ট ন্যায় নীতি আদর্শে বলিয়া ন হয়ে
সংবর্ধনা সভায় তিনি উপহার পেলেন
তালপাতার বুনানো টুপি- লক্ষ কোটি
জনতার কাতারে উচ্চারিত মাওলানা উপাধি!
নেতার নেতৃত্বে বাংলাদেশের আলো বাতাস
পাই! কি করে ভুলে গেছি- ভুলে যেতে হচ্ছে
কি করে ভুলতে পারে বাংলাদেশের মাটি;
তিনি না থাকলে স্বপ্ন বুনানো হতো না- দেশ
সৃষ্টি দিশারীর নাম মাওলানা ভাসানী।

০৫ পৌষ ১৪২৮, ২০ ডিসেম্বর ২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ বেশ।
  • অনন্য শ্রদ্ধাঞ্জলী কবি দা।
  • ফয়জুল মহী ২০/১২/২০২১
    তৃপ্তিদিায়ক লিখনী কারণ সুপাঠ্য ।
  • খুব সুন্দর।
  • অসাধারণ লিখেছেন
 
Quantcast