বোবা আয়না
এমন আহত দু’চোখ দেখতো
অচেতন হয়ে যেতো এই জীবন সংসার
এমন রক্তক্ষরণ যদি বুঝতো
বালুচরে কান ফাটা স্রোতের শব্দ বয়ে যেতো
অথচ ভাবি না দূরের মাটির
ঘাস ফুল শুধু মনে বিদ্বেষ রোজ প্রকাশ করি
কোন কবিতার ভাষায় কিংবা
রাগান্বিত শিমুল পলাশের রক্ত ঝরা ভাষায়
কেমন করে দেখো বন জঙ্গল
প্রণয় দেখো কই! অন্ত গভীরে নীল বেদনা
এমন করে রাখলে বোবা আয়না।
০৩ পৌষ ১৪২৮, ১৮ ডিসেম্বর ২১
অচেতন হয়ে যেতো এই জীবন সংসার
এমন রক্তক্ষরণ যদি বুঝতো
বালুচরে কান ফাটা স্রোতের শব্দ বয়ে যেতো
অথচ ভাবি না দূরের মাটির
ঘাস ফুল শুধু মনে বিদ্বেষ রোজ প্রকাশ করি
কোন কবিতার ভাষায় কিংবা
রাগান্বিত শিমুল পলাশের রক্ত ঝরা ভাষায়
কেমন করে দেখো বন জঙ্গল
প্রণয় দেখো কই! অন্ত গভীরে নীল বেদনা
এমন করে রাখলে বোবা আয়না।
০৩ পৌষ ১৪২৮, ১৮ ডিসেম্বর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৮/১২/২০২১চমৎকার,
-
অভিজিৎ হালদার ১৮/১২/২০২১সুন্দর মনোভাব
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/১২/২০২১নাইস
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১২/২০২১ভাবনার বিষয়!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/১২/২০২১বেশ লাগল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/১২/২০২১সুন্দর প্রকাশ