www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলিঙ্গন

নৈশব্দ রাতের ভাবনা স্রোতের জল
গড়ে গড়ে কোথায় যাচ্ছে জানি না?
কিছু বর্ণের আলিঙ্গন ঝাঁঝাল পূর্ণিমায়-
বেদনা গুলো পাপড়ির মতো ঝরে পরছে;
লোনা ধরা প্রতিটি ক্ষণ তারার মতো খসে যাচ্ছে-
তো যাচ্ছে- মাটির বুকে তাজা রক্তাক্ত
কত না কৃষ্ণচূড়ার ছড়াছড়ি- তবু স্বপ্নগুলো
আকাশ সমূহ রঙে রঙিন অটুট!
অতঃপর মাটির সাথে মাটি একদিন
হৈ হল্লর করে সত্যই আলিঙ্গন করবে;
চেয়ে চেয়ে ফুল বাতাস দু’চোখ ভরে দেখো
অহমিকা দীর্ঘশ্বাস ছুঁইবে না মাটির আলিঙ্গন।

২৭ অগ্রহায়ণ ১৪২৮, ১২ ডিসেম্বর ২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশতো
  • ফয়জুল মহী ১২/১২/২০২১
    অসাধারণ প্রকাশ।
 
Quantcast