এই বুঝি মনটা
মনটা কি রেডিও টেলিভিশন
যখন- তখন খারাপ হবে-
ব্যাটারি, বিদ্যুৎ না থাকলে চলবে না?
মনটা তাও হতে পারে!
মনটা কি ফুলের মতো;
এই ফুটবে এই পাপড়ি ঝরবে
সমস্ত গন্ধ লুটাবে?
এমনটা হলে তো রক্তক্ষরণ হবে বার- বার;
এখন হচ্ছে তাই- আচ্ছা মনটা কি অ্যাপেল
না কমলালেবু- যখন- তখন খাওয়া যেতো-
আরে এমনটা নয়! তাহলে
মনটা সাদা মেঘের মতো
আর সাগরের ঢেউ- তাই নাকি?
আচ্ছা মনটা যদি ধূসর মাটির ঘাস হয়
কেমন হবে- না হলে- মন্দ নয়!
আঁধার পূর্ণিমার সাথে খেলা করবে
আর মাঝে মাঝে তারা হয় খসে পরবে
কোন প্রেমময় উঠানে এই বুঝি মনটা।
২১ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ ডিসেম্বর ২১
যখন- তখন খারাপ হবে-
ব্যাটারি, বিদ্যুৎ না থাকলে চলবে না?
মনটা তাও হতে পারে!
মনটা কি ফুলের মতো;
এই ফুটবে এই পাপড়ি ঝরবে
সমস্ত গন্ধ লুটাবে?
এমনটা হলে তো রক্তক্ষরণ হবে বার- বার;
এখন হচ্ছে তাই- আচ্ছা মনটা কি অ্যাপেল
না কমলালেবু- যখন- তখন খাওয়া যেতো-
আরে এমনটা নয়! তাহলে
মনটা সাদা মেঘের মতো
আর সাগরের ঢেউ- তাই নাকি?
আচ্ছা মনটা যদি ধূসর মাটির ঘাস হয়
কেমন হবে- না হলে- মন্দ নয়!
আঁধার পূর্ণিমার সাথে খেলা করবে
আর মাঝে মাঝে তারা হয় খসে পরবে
কোন প্রেমময় উঠানে এই বুঝি মনটা।
২১ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ ডিসেম্বর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৮/১২/২০২১বেশ
-
রনি ইবনে কাসেম ০৭/১২/২০২১ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৭/১২/২০২১ভালো।
-
ফয়জুল মহী ০৬/১২/২০২১চমৎকার শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/১২/২০২১সুন্দর ভাবনা।