সেই জন
একটা মৃত্যুর সংবাদ আরেকটা
মৃত্যুর স্বাদ যোগায়; অথচ অনুভব
করতে ব্যর্থ শুধু ক্ষীণ সময়ে শোকাবহ-
আমার মৃত্যু এই বুঝি হয়; স্মৃতিরা
কিন্তু জলপাই কিংবা তেঁতুল স্বাদ নেবে না।
অতঃপর যে সবটুকু নিসঙ্গে করে
চলে গেলো না ফিরার দেশে-
আমি কি করে খুঁজবো তাকে?
অম্লান করে গেলো এ সমারহে!
পরিচয়টুকু দিয় প্রভু আমি সেই জন।
উৎসগঃ প্রয়াত কবি ছড়াকার মালেক জোমাদ্দার
তিনি গত ২৮/১১/২১ইং তারিখে স্ট্রক জনিতকারণে
রাত ২টায় ইন্তেকাল করেন।
৩০/১১/২১
মৃত্যুর স্বাদ যোগায়; অথচ অনুভব
করতে ব্যর্থ শুধু ক্ষীণ সময়ে শোকাবহ-
আমার মৃত্যু এই বুঝি হয়; স্মৃতিরা
কিন্তু জলপাই কিংবা তেঁতুল স্বাদ নেবে না।
অতঃপর যে সবটুকু নিসঙ্গে করে
চলে গেলো না ফিরার দেশে-
আমি কি করে খুঁজবো তাকে?
অম্লান করে গেলো এ সমারহে!
পরিচয়টুকু দিয় প্রভু আমি সেই জন।
উৎসগঃ প্রয়াত কবি ছড়াকার মালেক জোমাদ্দার
তিনি গত ২৮/১১/২১ইং তারিখে স্ট্রক জনিতকারণে
রাত ২টায় ইন্তেকাল করেন।
৩০/১১/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/১২/২০২১ব্যথাহত।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/১২/২০২১শোক প্রকাশ করছি।
-
মাহতাব বাঙ্গালী ০১/১২/২০২১হে নিরঞ্জনের প্রভু
তোমার কাছে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। -
ফয়জুল মহী ৩০/১১/২০২১Respect
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১১/২০২১শোকাহত।