সীমানা
আকাশের সীমানা
যেদিন খুঁজে পাবে;
উত্তরসূরিদের দেখবে
মিছিল আর মিছিল!
সাগরের জল ভারি হবে
অথচ চিনা মুখ বিমুখ-
কষ্টের মৌচাকে মধু শূন্য;
এখন আর কোন সীমানায়
খুঁজে পাই না মিষ্টি-একের
মধ্যে অগুনতিক বিখণ্ডিত
মন বাসনার ভাব প্রত্যাশী-
তবুও শৃঙ্খলে নেই সীমানা।
১৪ কার্তিক ১৪২৮, ৩০ অক্টোবর ২১
যেদিন খুঁজে পাবে;
উত্তরসূরিদের দেখবে
মিছিল আর মিছিল!
সাগরের জল ভারি হবে
অথচ চিনা মুখ বিমুখ-
কষ্টের মৌচাকে মধু শূন্য;
এখন আর কোন সীমানায়
খুঁজে পাই না মিষ্টি-একের
মধ্যে অগুনতিক বিখণ্ডিত
মন বাসনার ভাব প্রত্যাশী-
তবুও শৃঙ্খলে নেই সীমানা।
১৪ কার্তিক ১৪২৮, ৩০ অক্টোবর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/১২/২০২১খুব সুন্দর।
-
চিন্ময় বসু ১৬/১১/২০২১সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০১/১১/২০২১সুন্দর অনুভব কবি দা।
-
মাহতাব বাঙ্গালী ৩১/১০/২০২১সীমাহীন চাহিদায় অশৃঙখল অতৃপ্তি!
-
ফয়জুল মহী ৩০/১০/২০২১অসাধারণ লেখা।l
মুগ্ধতা ও শুভেচ্ছা -
সানাউল্লাহ ৩০/১০/২০২১অপূর্ব লেখনী।
-
অভিজিৎ হালদার ৩০/১০/২০২১ভালো অনুভব
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১০/২০২১ভাল।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/১০/২০২১ভালো লাগলো