সব নিঠুর
সম নিঠুর পৃথিবী আর মৃত্যু
দুজনের মধ্যে কোন পার্থক্য নেই;
বই পড়া বুঝার মতো কোন পন্থা নেই
দেশ রাজ্য তাও নেই- তবু তারা
চলছে দিক দিগন্ত জুড়ে ছুঁই- ছুঁই করে
সম পাঠশালার শিক্ষার্থীরা আহত-
জ্ঞান সমুদ্র শুধু সুধরাবার মাত্র
অতঃপর দুজনেরই সম অপরাধী নিঠুর
কালের অধীনে ভাবায় যায় না-
ঝরা পাতার মতো মাথার যন্ত্রনা সমনিঠুর।
৩১ আশ্বিন ১৪২৮, ১৬অক্টোবর ২১
দুজনের মধ্যে কোন পার্থক্য নেই;
বই পড়া বুঝার মতো কোন পন্থা নেই
দেশ রাজ্য তাও নেই- তবু তারা
চলছে দিক দিগন্ত জুড়ে ছুঁই- ছুঁই করে
সম পাঠশালার শিক্ষার্থীরা আহত-
জ্ঞান সমুদ্র শুধু সুধরাবার মাত্র
অতঃপর দুজনেরই সম অপরাধী নিঠুর
কালের অধীনে ভাবায় যায় না-
ঝরা পাতার মতো মাথার যন্ত্রনা সমনিঠুর।
৩১ আশ্বিন ১৪২৮, ১৬অক্টোবর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৯/১০/২০২১Valo lekha
-
নিলাদ্র নাজিম ১৮/১০/২০২১চমৎকার
-
ফয়জুল মহী ১৬/১০/২০২১চমৎকার অনুভূতি,
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১০/২০২১বেশ!