মন ছুঁই
নৈশব্দ জীবনের বাক
নিঃশ্বাসে-নিঃশ্বাসে নদীর কিনারা!
জল স্রোতে ভাঙ্গে কিনারার চূড়া
তবু জীবন ছবি- আকাশ পারাপার!
ঐ কালো মেঘে মেঘে মন ছুঁই-
বৃষ্টি বাদল রাস্তার মোড়;
এখন এ গলি ওগলিতে নাই
বড় নিঠুর নদী! জীবন মানে
বুঝল কই? ডুবা কিনারা শুধু থৈ- থৈ!
নৈশব্দের শূন্যতে মন শুধু ছুঁই।
২৪ আশ্বিন ১৪২৮ ০৯ অক্টোবর ২১
নিঃশ্বাসে-নিঃশ্বাসে নদীর কিনারা!
জল স্রোতে ভাঙ্গে কিনারার চূড়া
তবু জীবন ছবি- আকাশ পারাপার!
ঐ কালো মেঘে মেঘে মন ছুঁই-
বৃষ্টি বাদল রাস্তার মোড়;
এখন এ গলি ওগলিতে নাই
বড় নিঠুর নদী! জীবন মানে
বুঝল কই? ডুবা কিনারা শুধু থৈ- থৈ!
নৈশব্দের শূন্যতে মন শুধু ছুঁই।
২৪ আশ্বিন ১৪২৮ ০৯ অক্টোবর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ১০/১০/২০২১
-
ফয়জুল মহী ০৯/১০/২০২১নান্দনিক কবিতা I
-
অভিজিৎ হালদার ০৯/১০/২০২১সুন্দর অনুভূতি প্রকাশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১০/২০২১সুন্দর প্রকাশ!
শুভেচ্ছা রইল।