পুতুল
রঙ করা পুতুল খুঁজে পেয়েছো!
সমস্ত স্পর্শের ফুল হয়েছে গন্ধহীন
বাতাসে বাতাসে ভেসে আসে না;
কেনো হলে জোছনাহীন আকাশ?
দল বাঁধা তারার ঝালকানি পাই না-
অন্তত অনলে জ্বলন্তময় হাত! সোনালি
মাঠ- একটি বারও খুঁজেই পাও না,
কারণ ছিলে শুধু রঙ করা পুতুল।
১৮ আশ্বিন ১৪২৮, ০৩ অক্টোবর ২১
সমস্ত স্পর্শের ফুল হয়েছে গন্ধহীন
বাতাসে বাতাসে ভেসে আসে না;
কেনো হলে জোছনাহীন আকাশ?
দল বাঁধা তারার ঝালকানি পাই না-
অন্তত অনলে জ্বলন্তময় হাত! সোনালি
মাঠ- একটি বারও খুঁজেই পাও না,
কারণ ছিলে শুধু রঙ করা পুতুল।
১৮ আশ্বিন ১৪২৮, ০৩ অক্টোবর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৫/১০/২০২১সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/১০/২০২১বেশ অনুভূতির ব্যক্ততা কবি দা।
-
ফয়জুল মহী ০৩/১০/২০২১মনোমুগ্ধকর প্রকাশ,
-
সুব্রত ভৌমিক ০৩/১০/২০২১বেশ সুন্দর লেখা।
শুভেচ্ছা রইলো। -
অভিজিৎ হালদার ০৩/১০/২০২১ভালো