রাগ
রাগে নাকি ফুল গুলো ঝরে যায়-
কলি হয় চুরি সন্ধ্যা দুপুর কিংবা
ঘোর স্বপ্ন মায়ায়; অথচ রাগ নদী
হয় না কখনো শুধু রক্তাক্ত মাঠ!
রাগের বাহুতলে হিংসার জন্মদিবস
অথচ শুভেচ্ছা লক্ষ লক্ষ কোটি কোটি
হাতের ছুঁয়ায় রঙিন হয় না বরং রাগেই
থেকে গেলো আমজনতার মুখ মিষ্টি;
হাসি, কান্নার রোল- ভাসমান চিরস্থায়ী
বাতিঘরে না দেখা চাঁদ উকি মারা রাগ।
১৭ আশ্বিন ১৪২৮, ০২ অক্টোবর ২১
কলি হয় চুরি সন্ধ্যা দুপুর কিংবা
ঘোর স্বপ্ন মায়ায়; অথচ রাগ নদী
হয় না কখনো শুধু রক্তাক্ত মাঠ!
রাগের বাহুতলে হিংসার জন্মদিবস
অথচ শুভেচ্ছা লক্ষ লক্ষ কোটি কোটি
হাতের ছুঁয়ায় রঙিন হয় না বরং রাগেই
থেকে গেলো আমজনতার মুখ মিষ্টি;
হাসি, কান্নার রোল- ভাসমান চিরস্থায়ী
বাতিঘরে না দেখা চাঁদ উকি মারা রাগ।
১৭ আশ্বিন ১৪২৮, ০২ অক্টোবর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০২/১০/২০২১অসাধারণ লেখা , শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর
-
ন্যান্সি দেওয়ান ০২/১০/২০২১Valo legeche.
-
সুব্রত ভৌমিক ০২/১০/২০২১ঠিক বলেছেন কবি।
রাগে সব শেষ হয়।
শুভেচ্ছা রইলো।
*************
অপ্রাপ্তি থেকে হয় রাগ।
অতি লোভে হয় মৃত্যু।
***************