সাগর
কত ছবি রঙতুলি ভাবতেই অবাক
শুধু শুধু্ই আমাকে সাগর বানানও !
যখন ঢেউ তুলি- ভাঙ্গি মাটির ঘর বাড়ি
তখন কোথায় হারিয়ে যাই!
সে বলে উঠে ভাবনার চোরাবালি প্রান্তর-
অথচ হাঁটু পানি থৈ থৈ;
এখন আবার বালুচর জাগাতে বলে
তাহলে কে আমি মানুষ না বন্যপ্রাণী মাত্র
নদী হাসতে- হাসতে ব্যকুল;
বলে উঠল চলও- চলও সাঁতার খেলি!
সাগরে কি সাঁতার কাটা যায়?
সাগর তো মনের ওলিগলিতে ভাবনাময়
নীল লাল সাদা রঙতুলিতে সাগর আর সাগর।
০৩ আশ্বিন ১৪২৮, ১৮ সেপ্টেম্বর ২১
শুধু শুধু্ই আমাকে সাগর বানানও !
যখন ঢেউ তুলি- ভাঙ্গি মাটির ঘর বাড়ি
তখন কোথায় হারিয়ে যাই!
সে বলে উঠে ভাবনার চোরাবালি প্রান্তর-
অথচ হাঁটু পানি থৈ থৈ;
এখন আবার বালুচর জাগাতে বলে
তাহলে কে আমি মানুষ না বন্যপ্রাণী মাত্র
নদী হাসতে- হাসতে ব্যকুল;
বলে উঠল চলও- চলও সাঁতার খেলি!
সাগরে কি সাঁতার কাটা যায়?
সাগর তো মনের ওলিগলিতে ভাবনাময়
নীল লাল সাদা রঙতুলিতে সাগর আর সাগর।
০৩ আশ্বিন ১৪২৮, ১৮ সেপ্টেম্বর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ২১/০৯/২০২১
-
সুদীপ্ত দাস ১৯/০৯/২০২১বাহ্ দারুণ 😃
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২১অসাধারণ উপস্থাপন করেছেন কবি
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৯/২০২১ভাল।
*********
ভাবনার সাগর মন
ভর্তি জ্ঞানের রতন।!