www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তাজা রক্ত

যখন হরিণ চোখে কবিতাকে দেখি!
ঘরের মধ্যে থেকে সত্য বাহির হয়ে আছে;
তখন প্রেম নিবেদন করতে পারি না-
কারণ আবেগময় দৃষ্টি নীরব হয়ে যায়, ভাবনাগুলো-
অথচ কবিতা বিরক্ত সরে ঘৃণা মনে
বৌভাতের ডালি সাজানো মেঘ আকাশ, চাঁদ দেখি;
বড়শিতে মাছ ধরার ব্যর্থ সময়
ঘুনে খেয়ে যাচ্ছে, পায়রার মাংস; কি ব্যথা বুঝে না
আর দেখ না বিড়াল চোখে কবিতা!
হিংস্র হও, এখনও কবিতা লেখো তাজা রক্ত দিয়ে-
ইচ্ছা হয় না আপসময় দেহ
অতঃপর এ কেমন করে ঝরে যাচ্ছে তাজা তাজা রক্ত।

০১ আশ্বিন ১৪২৮, ১৬সেপ্টেম্বর ২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিজিৎ হালদার ১৬/০৯/২০২১
    সুন্দর মনের সুন্দর ভাবনা অবতারণা করেছেন কবিতার মাধ্যমে।
  • ফয়জুল মহী ১৬/০৯/২০২১
    চমৎকার অনুভূতির নান্দনিক উপস্থাপন করলেন।
  • চমৎকার
 
Quantcast