সুখ কই
চোখে বলা যায় না কিছু তবুও
রাস্তার মোড়ে- মোড়ে
হাতের আঙ্গুলের ফাঁকে- ফাঁকে
ধোঁয়া উড়ন্ত পথ অথচ
ভাবে না উপকার কিংবা ক্ষতি
বোতল গুলো যেনো
আয়নার মতো পরে আছে মুখ
দেখা যায় লাল ছবি
এভাবেই চলছে, শাসন নেই-
বারন নেই, চুপ শুধু
হিংস্র বজ্রপাত দুনিয়াদারি সহ
চেহেরাগুলো খুব ভয়!
তবু ভাবে না বাতিঘরে সলক
আঁধার বুকে সুখ কই?
নিজের ভাবনাময় নিজেই রই।
২৪ভাদ্র ১৪২৮, ০৮ সেপ্টেম্বর ২১
রাস্তার মোড়ে- মোড়ে
হাতের আঙ্গুলের ফাঁকে- ফাঁকে
ধোঁয়া উড়ন্ত পথ অথচ
ভাবে না উপকার কিংবা ক্ষতি
বোতল গুলো যেনো
আয়নার মতো পরে আছে মুখ
দেখা যায় লাল ছবি
এভাবেই চলছে, শাসন নেই-
বারন নেই, চুপ শুধু
হিংস্র বজ্রপাত দুনিয়াদারি সহ
চেহেরাগুলো খুব ভয়!
তবু ভাবে না বাতিঘরে সলক
আঁধার বুকে সুখ কই?
নিজের ভাবনাময় নিজেই রই।
২৪ভাদ্র ১৪২৮, ০৮ সেপ্টেম্বর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবীন আফরিন ০৯/০৯/২০২১বাহ্, বেশ
-
ফয়জুল মহী ০৮/০৯/২০২১অসাধারণ লিখেছেন.
-
অভিজিৎ হালদার ০৮/০৯/২০২১ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৯/২০২১বেশ হয়েছে।