ছবি
জলের গায়ে এঁকে যায়- এঁকে যায়-
কত ধূসর মৃত্তিকার ছবি!
মলিন করে একখানা আকাশের চাঁদ তারা
ঝাঁঝাল পূর্ণিমার কিছু নোনা জলের কায়া!
অথচ ছবির ঠিকানা একদিন মুছে যায়
যেমনটি তার- তার- তার- দাদা, নানার মতো;
বলতে পারে না সেই জলের ছবি,
ভেসে যাওয়া তীর বতীর খেলা
হারিয়ে গেছে চিহ্নহীন পদধূলি
তবু ইতিহাস বাঁকা থাকে-
থাকে নদ নদী আইলপাথর আর
মন সন্ধ্যায় ফুটান একটা ছবির বেলা!
২১ভাদ্র ১৪২৮, ০৫ সেপ্টেম্বর ২১
কত ধূসর মৃত্তিকার ছবি!
মলিন করে একখানা আকাশের চাঁদ তারা
ঝাঁঝাল পূর্ণিমার কিছু নোনা জলের কায়া!
অথচ ছবির ঠিকানা একদিন মুছে যায়
যেমনটি তার- তার- তার- দাদা, নানার মতো;
বলতে পারে না সেই জলের ছবি,
ভেসে যাওয়া তীর বতীর খেলা
হারিয়ে গেছে চিহ্নহীন পদধূলি
তবু ইতিহাস বাঁকা থাকে-
থাকে নদ নদী আইলপাথর আর
মন সন্ধ্যায় ফুটান একটা ছবির বেলা!
২১ভাদ্র ১৪২৮, ০৫ সেপ্টেম্বর ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৬/০৯/২০২১Onuvutir sundor prokash...
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৯/২০২১সুন্দর অনুভবের ছোঁয়া কবি দা।
-
ফয়জুল মহী ০৫/০৯/২০২১অপূর্ব শব্দ বুনন
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৯/২০২১আচ্ছা। বেশ।
-
সফিউল্লাহ আনসারী ০৫/০৯/২০২১ভালো লাগলো ✍️