ভেজা খাড়াল
রাজনৈতিক মানে ভেজা বিড়াল
হাতের মুড়ানো দুধে ভেজা বাঁশ কাটা খাড়াল
দুধ ছানার পিটে রসগল্প
বিদ্যুৎ চমকে উঠে না অল্প আর অল্প সৌহার্দ্য
মৌচাকে চিনির গ্লাস
মধু নেই শুধু লালসার ফিরতি গান আর গান
কলেমা পড়া ঠোঁটের বাকে অভিনয়
করার স্লান- দীর্ঘসারি গলাগাছের লাশ আর লাশ
অথচ রাজনৈতিক বুঝে মাটির বুকে ঘাস
দুল দুল হাসে যায় বাতাস-
স্মৃতির বাকে মেঠোপথ আকাশ শুধু আকাশ!
অতঃপর ধুসর ভেজা খাড়াল।
১৬ ভাদ্র ১৪২৮, ৩১ আগস্ট ২১
হাতের মুড়ানো দুধে ভেজা বাঁশ কাটা খাড়াল
দুধ ছানার পিটে রসগল্প
বিদ্যুৎ চমকে উঠে না অল্প আর অল্প সৌহার্দ্য
মৌচাকে চিনির গ্লাস
মধু নেই শুধু লালসার ফিরতি গান আর গান
কলেমা পড়া ঠোঁটের বাকে অভিনয়
করার স্লান- দীর্ঘসারি গলাগাছের লাশ আর লাশ
অথচ রাজনৈতিক বুঝে মাটির বুকে ঘাস
দুল দুল হাসে যায় বাতাস-
স্মৃতির বাকে মেঠোপথ আকাশ শুধু আকাশ!
অতঃপর ধুসর ভেজা খাড়াল।
১৬ ভাদ্র ১৪২৮, ৩১ আগস্ট ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০১/০৯/২০২১মনের ভাব গহীন বনানীর ঝরা পাতার মতো ফুটিয়ে তুলেছেন
-
আমান শেখ ০১/০৯/২০২১কবির ভাব গভীর ভাবে প্রকাশ পেয়েছে কবিতার মধ্যে।
-
Md. Rayhan Kazi ০১/০৯/২০২১অনন্য লেখনশৈলী
-
রিয়াজুল করিম সিকদার ৩১/০৮/২০২১অসাধারণ
-
কে. পাল ৩১/০৮/২০২১Bess
-
ফয়জুল মহী ৩১/০৮/২০২১অসাধারণ নির্মাণ,
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৮/২০২১বেশ!