গন্ধ
কবিতার গায়ে সিগারেটের গন্ধ
রোজ ধোঁয়ার মধ্যেই বসবাস
অথচ ক্যান্সার ভয় পায় না !
শুধু ডাক্তার চোখেই ক্যান্সার;
এতো বুঝার পরও বদ অভ্যাস
কাটে না- রোদবিরল হেঁটেই চলছে
বর্ণমালার রঙিন প্রেম- নীল জোছনার
গায়ে আধার ফ্রেম- তবুও বুঝে না
গন্ধ, সিগারেটের গায়ে ক্যান্সার
ধোঁয়ার পিচে চিরদিনের আধার।
১১ ভাদ্র ১৪২৮, ২৬ আগস্ট ২১
রোজ ধোঁয়ার মধ্যেই বসবাস
অথচ ক্যান্সার ভয় পায় না !
শুধু ডাক্তার চোখেই ক্যান্সার;
এতো বুঝার পরও বদ অভ্যাস
কাটে না- রোদবিরল হেঁটেই চলছে
বর্ণমালার রঙিন প্রেম- নীল জোছনার
গায়ে আধার ফ্রেম- তবুও বুঝে না
গন্ধ, সিগারেটের গায়ে ক্যান্সার
ধোঁয়ার পিচে চিরদিনের আধার।
১১ ভাদ্র ১৪২৮, ২৬ আগস্ট ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০১/০৯/২০২১
-
ফাহমিদা সুলতানা ২৬/০৮/২০২১অনবদ্য লেখন শৈলী
-
আমান শেখ ২৬/০৮/২০২১বেশ ফুটিয়ে তুলেছেন।
-
শমসের শেখ ২৬/০৮/২০২১অল্প কথায় অনন্য প্রকাশ।
-
জামাল উদ্দিন জীবন ২৬/০৮/২০২১বেশ।
Osadharon lekha