কঠিন
একটা কঠিন শব্দের মধ্যে সৃষ্টি সুলভ
কিছু ঘ্রাণ ছড়ায়! সেখানে সহজ
সরলের আর্তনাদ বিমুখ অথচ
স্বপ্ন রাত ক্ষণ হয়- দুর্লভ পূর্ণিমার চাঁদ;
অথচ একটা প্রণয়ের ভাবনাতে
আপন তিক্ততে সংঘাত-
কোখন সুখের কিংবা দুখের
এতো মন দুচোখ শূন্যতেই উম্মোচন;
তবু বর্ণগুলো অক্ষেপময়
দুর্বলা ঘাসে মিটমিট জোনাকি
জ্বলন্তময় রাস্তা ঘাট হাটবাজার
অতঃপর একদিন কঠিন শব্দ
মেঘ মুক্ত পানির মতো হয়ে যায়।
০২ ভাদ্র ১৪২৮, ১৭ আগস্ট ২১
কিছু ঘ্রাণ ছড়ায়! সেখানে সহজ
সরলের আর্তনাদ বিমুখ অথচ
স্বপ্ন রাত ক্ষণ হয়- দুর্লভ পূর্ণিমার চাঁদ;
অথচ একটা প্রণয়ের ভাবনাতে
আপন তিক্ততে সংঘাত-
কোখন সুখের কিংবা দুখের
এতো মন দুচোখ শূন্যতেই উম্মোচন;
তবু বর্ণগুলো অক্ষেপময়
দুর্বলা ঘাসে মিটমিট জোনাকি
জ্বলন্তময় রাস্তা ঘাট হাটবাজার
অতঃপর একদিন কঠিন শব্দ
মেঘ মুক্ত পানির মতো হয়ে যায়।
০২ ভাদ্র ১৪২৮, ১৭ আগস্ট ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৮/২০২১Super Natural
-
ফয়জুল মহী ১৭/০৮/২০২১খুব সুন্দর কবিতা
-
কবি অন্তর চন্দ্র ১৭/০৮/২০২১Super