শোকাহত
হায় রে আমরা কি উল্টো পান্ডে
ও দেখিকে স্বাধীনতার উল্লাস
আর আমার বুকে বুলেটের রক্ত নদ!
কি বিবেক শূন্যময় আকাশ;
কোনদিন জাগ্রত হবে না?
একটি প্রশ্ন, ভাবনার অন্তরায়
বয়ে যায় হাজার নদ নদী খালবিল।
ধিকার জানাই ঐ হায়নাদের;
উত্তরসূরিদের কথায় ভাবলে
কবিতার লোম ঘেমে বৃষ্টি ঝরে
সত্যই আহত, আমরা শোকাবহ
অথচ নিজ রক্তশিরায় বিদ্বেষী মনোভাব
শান্তির পায়রা উড়ানো সময়-
লেখা হয়ে যায় চির অমলিন-অতঃপর
আমরা, প্রজন্মরা গভীর শোকাহত।
৩০ শ্রাবণ ১৪২৮, ১৪ আগস্ট ২১
ও দেখিকে স্বাধীনতার উল্লাস
আর আমার বুকে বুলেটের রক্ত নদ!
কি বিবেক শূন্যময় আকাশ;
কোনদিন জাগ্রত হবে না?
একটি প্রশ্ন, ভাবনার অন্তরায়
বয়ে যায় হাজার নদ নদী খালবিল।
ধিকার জানাই ঐ হায়নাদের;
উত্তরসূরিদের কথায় ভাবলে
কবিতার লোম ঘেমে বৃষ্টি ঝরে
সত্যই আহত, আমরা শোকাবহ
অথচ নিজ রক্তশিরায় বিদ্বেষী মনোভাব
শান্তির পায়রা উড়ানো সময়-
লেখা হয়ে যায় চির অমলিন-অতঃপর
আমরা, প্রজন্মরা গভীর শোকাহত।
৩০ শ্রাবণ ১৪২৮, ১৪ আগস্ট ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/০৮/২০২১অতুলনীয় কাব্য বুনন,
-
অভিজিৎ হালদার ১৪/০৮/২০২১এক আলোকনন্দন ভাবনা ভেবেছেন কবিতায়।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৮/২০২১বিক্ষিপ্ত ভাবনা।