ভরা থলি
এ ভাববার কোন বিষয় থাকে
নারকেলের গাছের উপরে কিংবা
চিন্তার রস ঝরা খেজুর গাছে-
চাঁদের ঝলক যেনো ডালিমের গায়!
পূর্ণিমার রোমান্টিক কি আসে যায়;
এভাবে আর কতদিন- গল্প শেষ-
কবিতার বেশ- উপন্যাস শুধু ইতিহাস-
সৃষ্টির উল্লাস কথায় জানি ধর্ষণের আর্তনাদ
পাপের ভাবনা রাত- ঈশ্বরের কাছে থাক!
এ ভাববার বিষয় কিছু পুণ্য ভরা থলি-
অথচ তরুলতার কিছু যায় আসে না;
এ প্রজন্মের ধ্বংস পুরন হবার নয়-
কাছাকাছি ঈম্বর কেমন করে সহ।
২৬ শ্রাবণ ১৪২৮, ১০ আগস্ট ২১
নারকেলের গাছের উপরে কিংবা
চিন্তার রস ঝরা খেজুর গাছে-
চাঁদের ঝলক যেনো ডালিমের গায়!
পূর্ণিমার রোমান্টিক কি আসে যায়;
এভাবে আর কতদিন- গল্প শেষ-
কবিতার বেশ- উপন্যাস শুধু ইতিহাস-
সৃষ্টির উল্লাস কথায় জানি ধর্ষণের আর্তনাদ
পাপের ভাবনা রাত- ঈশ্বরের কাছে থাক!
এ ভাববার বিষয় কিছু পুণ্য ভরা থলি-
অথচ তরুলতার কিছু যায় আসে না;
এ প্রজন্মের ধ্বংস পুরন হবার নয়-
কাছাকাছি ঈম্বর কেমন করে সহ।
২৬ শ্রাবণ ১৪২৮, ১০ আগস্ট ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৯/০৯/২০২১বেশ লাগলো
-
ফয়জুল মহী ১১/০৮/২০২১ছোট লেখা কিন্তু বিশাল ভাবাবেগ। যেন ভাবানুভবের দোলাচলে দোলায়িত কারিশমার নবতর রুপায়ণ।
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৮/২০২১বেশ ভাবনাযুক্ত।