আশ
নদের কুলে কুলে- বাঁধ বেঁধেছে-
এক পলক সবুজ ঘাস- নদীর ফড়িং
সাঁতার কাটে- চাঁদের সাথে বার মাস;
আইলের সাথে নয় গো শূন্য মেঘের আড়ি-
পা পিছলে যায়-নোনা ফাল্গুনের বাড়ি!
জ্বলে অনল ইটভাটায় মন মন্দিরে অভাগি;
সুখের পূর্ণিমায় থাকো মোর অমাবস্যা দেখো-
রঙিলা ঘাসের বুকে বুকে- বাতাসে উড়াও সুখ
হাসলে দেখে জীবন্ত লাশ- ভাবলে না জীবন তরি আশ।
২১ শ্রাবণ ১৪২৮, ০৫ আগস্ট ২১
এক পলক সবুজ ঘাস- নদীর ফড়িং
সাঁতার কাটে- চাঁদের সাথে বার মাস;
আইলের সাথে নয় গো শূন্য মেঘের আড়ি-
পা পিছলে যায়-নোনা ফাল্গুনের বাড়ি!
জ্বলে অনল ইটভাটায় মন মন্দিরে অভাগি;
সুখের পূর্ণিমায় থাকো মোর অমাবস্যা দেখো-
রঙিলা ঘাসের বুকে বুকে- বাতাসে উড়াও সুখ
হাসলে দেখে জীবন্ত লাশ- ভাবলে না জীবন তরি আশ।
২১ শ্রাবণ ১৪২৮, ০৫ আগস্ট ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৫/০৮/২০২১
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৮/২০২১বেশ!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৮/২০২১দারুণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৮/২০২১মহামূল্যবান।
একরাশ মুগ্ধতা
শুভেচ্ছা জানবেন I