ছন্দ
হাসিতে কান্দিতে ছন্দ
খাইতে ঘুমাতে ছন্দ
চলা ফিরা- কথায় নাই ছন্দ
ছন্দ না থাকিলে অন্ধ;
পড়িতে লেখিতে
মারামারি ধরাধরি
খেলা ধুলাই হাটবাজারে
ছন্দ না হলে চলে
মৃত্যুই হলেই বন্ধ।
প্রসাব পায়খানা
স্বামী স্ত্রী সন্তান সন্তাদী
কথায় নাই ছন্দ
ঘরে বাহিরে সহবাসে
বুক জ্বলা পুড়াতেও ছন্দ
কবি সাহিত্যেও চলন্ত
চোখ খুললেই বাঁশিতে ছন্দ
প্রেমের সুখে দুখে ছন্দ উড়ে গন্ধ
সবই যে প্রকাশময় আনন্দ।
১৪ শ্রাবণ ১৪২৮, ২৯ জুলাই ২১
খাইতে ঘুমাতে ছন্দ
চলা ফিরা- কথায় নাই ছন্দ
ছন্দ না থাকিলে অন্ধ;
পড়িতে লেখিতে
মারামারি ধরাধরি
খেলা ধুলাই হাটবাজারে
ছন্দ না হলে চলে
মৃত্যুই হলেই বন্ধ।
প্রসাব পায়খানা
স্বামী স্ত্রী সন্তান সন্তাদী
কথায় নাই ছন্দ
ঘরে বাহিরে সহবাসে
বুক জ্বলা পুড়াতেও ছন্দ
কবি সাহিত্যেও চলন্ত
চোখ খুললেই বাঁশিতে ছন্দ
প্রেমের সুখে দুখে ছন্দ উড়ে গন্ধ
সবই যে প্রকাশময় আনন্দ।
১৪ শ্রাবণ ১৪২৮, ২৯ জুলাই ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ৩০/০৭/২০২১অসাধারণ লিখেছেন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৭/২০২১ছন্দ ! দরকারি অ দরকারি,,
-
শ.ম. শহীদ ২৯/০৭/২০২১খুব সুন্দর হয়েছে।
-
মোঃ নাজাতুল হক চৌধুরী ২৯/০৭/২০২১দারুণ