শ্রাবণ
কখন শ্রাবণ এসেছে,মনেই হয়নি।
তখন পা ভিজলো, হাত ভিজলো
বুকের মাঝে হুস হাস শব্দ
কি জানি আওয়জ করলো!
কান ভারি হয়ে যাচ্ছে-
মন কেনো জানি পাগল হচ্ছে।
ঠিক মনে হলো শ্রাবণ এসেছে;
স্মৃতিগুলো রাঙিয়ে গেলো
এক একটা করে-মেঘ নেই
তবুও দুচোখ বেয়ে বৃষ্টি-
একেই বলে শ্রাবণ ভিজা
দেহের কাঁদামাখা জল!
কতদিন দেখি না তোমায়
স্বপ্নজাল বুনে যায় ঝিরি ঝিরি
পূর্ণিমার আলোয় ঝাঁঝাল মন
ধূসর ঘ্রাণ ভরে উঠে প্রাণ-
যেখান ছিলে সেখানেই আছো!
তুমি এসেছো শ্রাবণ।
১৩ শ্রাবণ ১৪২৮, ২৮ জুলাই ২১
তখন পা ভিজলো, হাত ভিজলো
বুকের মাঝে হুস হাস শব্দ
কি জানি আওয়জ করলো!
কান ভারি হয়ে যাচ্ছে-
মন কেনো জানি পাগল হচ্ছে।
ঠিক মনে হলো শ্রাবণ এসেছে;
স্মৃতিগুলো রাঙিয়ে গেলো
এক একটা করে-মেঘ নেই
তবুও দুচোখ বেয়ে বৃষ্টি-
একেই বলে শ্রাবণ ভিজা
দেহের কাঁদামাখা জল!
কতদিন দেখি না তোমায়
স্বপ্নজাল বুনে যায় ঝিরি ঝিরি
পূর্ণিমার আলোয় ঝাঁঝাল মন
ধূসর ঘ্রাণ ভরে উঠে প্রাণ-
যেখান ছিলে সেখানেই আছো!
তুমি এসেছো শ্রাবণ।
১৩ শ্রাবণ ১৪২৮, ২৮ জুলাই ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/১১/২০২৩দুর্দান্ত!
-
ডাঃঅলোক সরকার ২৯/০৭/২০২১"আষাঢ় শ্রাবণ মানে না তো মন।
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরিছে"শ্রাবণ গাঁথাবেশ ভালো। -
কে. পাল ২৯/০৭/২০২১Wow
-
ফয়জুল মহী ২৯/০৭/২০২১Very excellent writen
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৭/২০২১স্মৃতি জাগানিয়া!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০৭/২০২১সুন্দর