লকডাউন
সেই পুরাতন ফর্মে পরে গেলাম!
অথচ সোনার হরিণ টিকা;
আকাশ তারায় ঘুর ঘুর করছে আর গলাবাজি
আর্তনাদ বেশ বাঁশির সুর শুনা যাচ্ছে।
সূর্য কে নাই বা দেখলাম
চাঁদ ত ঘুম নিশানায়
ব্যথাময় বিছানার খাঁট;
লকডাউন হোক না খাওয়া দাওয়ার
বিচ্ছিন্নময় টেবিলের সাজান প্লেট
যা ক্ষতি হবার ত হয়েই গেছে
পুষবে না তীরের মতো-মাঠ ঘাট-
যদি এভাবেই করোনা দুর হয়ে যায়
তাহলে চলুক লকডাউন
মেনে নেই কয়েকটা দিন
তারপর শান্তিতে ঘুরি, বেড়ায়
এ পৃথিবীময়- নীল আকাশ
শূন্যময় সাদা মেঘের দৃশ্য
ক্লজিংময় জীবনে দেখি লকডাউন।
১৬ আষাঢ় ১৪২৮, ৩০ জুন ২১
----------------------------------
অথচ সোনার হরিণ টিকা;
আকাশ তারায় ঘুর ঘুর করছে আর গলাবাজি
আর্তনাদ বেশ বাঁশির সুর শুনা যাচ্ছে।
সূর্য কে নাই বা দেখলাম
চাঁদ ত ঘুম নিশানায়
ব্যথাময় বিছানার খাঁট;
লকডাউন হোক না খাওয়া দাওয়ার
বিচ্ছিন্নময় টেবিলের সাজান প্লেট
যা ক্ষতি হবার ত হয়েই গেছে
পুষবে না তীরের মতো-মাঠ ঘাট-
যদি এভাবেই করোনা দুর হয়ে যায়
তাহলে চলুক লকডাউন
মেনে নেই কয়েকটা দিন
তারপর শান্তিতে ঘুরি, বেড়ায়
এ পৃথিবীময়- নীল আকাশ
শূন্যময় সাদা মেঘের দৃশ্য
ক্লজিংময় জীবনে দেখি লকডাউন।
১৬ আষাঢ় ১৪২৮, ৩০ জুন ২১
----------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ০৫/০৭/২০২১ভালো হয়েছে
-
মঈনুল ইসলাম ০২/০৭/২০২১মনোমুগ্ধকর কাব্য।
শুভকামনা কবি। -
একনিষ্ঠ অনুগত ০২/০৭/২০২১সেটাই সকলের প্রত্যাশা, করোনা ভাইরাস থেকে মুক্তি, আমাদের যতটুকু বুঝ, আমাদের সরকারের যতটুকু সামর্থ্য তা আমরা করে যাচ্ছি।
-
সানাউল্লাহ ০১/০৭/২০২১অসাধারণ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৭/২০২১সবাই মিলে পালন করি কঠোর লকডাউন,
পাই কঠোর সুরক্ষা। -
ফয়জুল মহী ০১/০৭/২০২১শব্দচাষে ছিলো অনন্য
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৬/২০২১বেশ!
-
কে. পাল ৩০/০৬/২০২১Valo lekha