সোনালি প্রান্তর
রসুন মরিচ মাখানো ভাতে
বুঝালে গোলাপ ফুটত-
কিন্তু অনুরাগি ভাবনায়–
বুঝলে কই?
কাউনের ভাত মাখা
এখন আর খাওয়া হয় না;
মল মলা গন্ধ স্বাদ বাতাসে পাই না
ফসলি আবাদ বুঝি মরে গেছে;
মাটির অঙ্গে বালুচর পরেছে।
বড় সাধ জাগে
তবুও ফসলের মাঠে
দূরন্তপনা ছুঁটিতে-
কাউনের শীষ দোলা
আনন্দ ঘন ক্ষণ বুনাতে!
অথচ আজ সোনালি প্রান্তরে
কি জানি ছুটছে
আফসোসগুলো গুমরে খেয়ে মরছে-
প্রজাপতির ডানায়
ছুটে চলা রৌদ্দ দুপুর
পৃর্ণিমা ঝাঁঝাল রাত-
আর কোন দিন হবে না
ফিরা সোনালি পান্তর
শঙ্খচিলে হবে রাতদুপুর ভোর।
০৭ আষাঢ় ১৪২৮, ২১ জুন ২১
--------------------------
বুঝালে গোলাপ ফুটত-
কিন্তু অনুরাগি ভাবনায়–
বুঝলে কই?
কাউনের ভাত মাখা
এখন আর খাওয়া হয় না;
মল মলা গন্ধ স্বাদ বাতাসে পাই না
ফসলি আবাদ বুঝি মরে গেছে;
মাটির অঙ্গে বালুচর পরেছে।
বড় সাধ জাগে
তবুও ফসলের মাঠে
দূরন্তপনা ছুঁটিতে-
কাউনের শীষ দোলা
আনন্দ ঘন ক্ষণ বুনাতে!
অথচ আজ সোনালি প্রান্তরে
কি জানি ছুটছে
আফসোসগুলো গুমরে খেয়ে মরছে-
প্রজাপতির ডানায়
ছুটে চলা রৌদ্দ দুপুর
পৃর্ণিমা ঝাঁঝাল রাত-
আর কোন দিন হবে না
ফিরা সোনালি পান্তর
শঙ্খচিলে হবে রাতদুপুর ভোর।
০৭ আষাঢ় ১৪২৮, ২১ জুন ২১
--------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২২/০৬/২০২১সোনালী প্রান্তর রয়ে যাবে সোনালী স্মৃতির পাতায় পাতায়
-
ফয়জুল মহী ২১/০৬/২০২১Excellent writen
-
সালমান সাকিব ২১/০৬/২০২১সুন্দর লেখনী
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৬/২০২১চমৎকার প্রকাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/০৬/২০২১সুন্দর প্রকাশ