আষাঢ়
কবিতার ভাব মুখর আজ মৃত প্রায়!
চোখের কালোকেশি মেঘে আষাঢ়ের ঘনঘাটা-
অথচ কবিতার চঞ্চলতা নেই- আকাশে ঘুড়িও নেই;
কদম ফুলের মিষ্টি হাসি ছড়িয়ে গেলো কোথাও?
বিস্মৃতির পথে, রক্তাক্ত কাটায় থুবরে খেয়েছে।
অতঃপর আষাঢ়ের গায়ে জ্বর সর্দি হলেই বা কি?
শ্রাবণ তো প্রস্ত্তত, এক গলা উঠন কিংবা ভরা নদী-
শুধু একদিন জানবে আষাঢ়ের ক্যাকা ছিল প্রণয়;
এভাবেই আষাঢ় শ্রাবণ আসবে বুঝি- তবুও একটা
রসাল ভাবের মৃত কোন হয় না আষাঢ়।
০১ আষাঢ় ১৪২৮, ১৫ জুন ২১
---------------------------------
চোখের কালোকেশি মেঘে আষাঢ়ের ঘনঘাটা-
অথচ কবিতার চঞ্চলতা নেই- আকাশে ঘুড়িও নেই;
কদম ফুলের মিষ্টি হাসি ছড়িয়ে গেলো কোথাও?
বিস্মৃতির পথে, রক্তাক্ত কাটায় থুবরে খেয়েছে।
অতঃপর আষাঢ়ের গায়ে জ্বর সর্দি হলেই বা কি?
শ্রাবণ তো প্রস্ত্তত, এক গলা উঠন কিংবা ভরা নদী-
শুধু একদিন জানবে আষাঢ়ের ক্যাকা ছিল প্রণয়;
এভাবেই আষাঢ় শ্রাবণ আসবে বুঝি- তবুও একটা
রসাল ভাবের মৃত কোন হয় না আষাঢ়।
০১ আষাঢ় ১৪২৮, ১৫ জুন ২১
---------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানাউল্লাহ ১৬/০৬/২০২১অসাধারণ ভাবনার এক রুপক কবিতা রচনা করেছেন কবি। শুভকামনা রইল কবি।
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৬/২০২১বাঃ, দারুণ ভাবনা!
-
মাহতাব বাঙ্গালী ১৫/০৬/২০২১আসুক, আসুক আষাঢ় তার পূর্ণ যৌবনী তাল নিয়ে
কবিতাও হবে সরব, কবিও রবেনা নীরব,
স্নান হোক জ্ঞান হালে -
অনিমেষ চক্রবর্তী ১৫/০৬/২০২১Vlo